হোম > বিনোদন > হলিউড

সংসার ভাঙছে রিজ উইদারস্পুনের

সংসার জীবনের বারো বছর কাটানোর পর বিচ্ছেদে সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেত্রী রিজ উইদারস্পুন এবং অভিনেতা-প্রযোজক টিম টোথ। উইদারস্পুনের ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। 

গতকাল শুক্রবার যৌথ বিবৃতিতে এই খবরটি জানিয়েছেন উইদারস্পুন ও টোথ। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কিছু ব্যক্তিগত খবর জানানোর আছে। আমরা বিবাহ বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’ 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা একসঙ্গে যা কিছু তৈরি করেছি, তার প্রতি গভীর ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধা নিয়ে এগিয়ে যাব।’ 

এই দম্পতি তাদের ১০ বছর বয়সী ছেলে টেনেসি জেমসের কথা উল্লেখ করে বলেছেন, তাকে জানিয়েই জীবনের পরবর্তী অধ্যায়ে যাচ্ছেন তাঁরা বলেন ‘আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হল আমাদের ছেলে। 

বিবৃতিতে দুই তারকা আরও বলেন, ‘এই বিষয়গুলো কখনই সহজ নয়, একান্ত ব্যক্তিগত। এই সময়ে আমাদের পরিবারের প্রতি সবার সহনশীলতার প্রশংসা করি।’ 

উইদারস্পুন প্রথমে বিয়ে করেছিলেন তার অভিনীত ক্রুয়েল ইনটেনশন চলচ্চিত্রের সহ-অভিনেতা রায়ান ফিলিপকে। তাদের বিয়ে হয় ১৯৯৯ সালে, আভা ও ডেকন নামে এই দম্পতির দুটি সন্তান আছে। এই দম্পতি ২০০৬ সালের শেষে তাঁরা আলাদাভাবে বসবাস করতে থাকেন। ২০০৭-এর অক্টোবরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর কয়েক বছর লুকিয়ে প্রেম করে ২০১০ সালের ডিসেম্বরে উইদারস্পুন অভিনেতা–প্রযোজক টিম টোথের সঙ্গে বাগদানের ঘোষণা দেন এবং ২০১১ সালের মার্চে দ্বিতীয়বার বিয়ে করেন। 

তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে রিজ উইদারস্পুনের ঝুলিতে রয়েছে অস্কার, গ্লোন্ডেন গ্লোব, বাফ, এমির মত অজস্র পুরস্কার। গত ১০ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রিজের নতুন সিনেমা ‘ইয়োর প্লেস অর মাইন’।

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস