হোম > বিনোদন > হলিউড

মোটরসাইকেল দুর্ঘটনায় ২৭ বছর বয়সী হলিউড অভিনেতার মৃত্যু

জনপ্রিয় হলিউড অভিনেতা চান্স পারডোমো মারা গেছেন। মাত্র ২৭ বছর বয়সে মোটরসাইকেল দুর্ঘটনায় এই অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। নেটফ্লিক্স হরর সিরিজ চিলিং অ্যাডভেঞ্চারস অব সাব্রিনার জন্য তিনি বেশি পরিচিত ছিলেন।

অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তাঁর মুখপাত্র এক বিবৃতিতে লিখেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মোটরসাইকেল দুর্ঘটনায় আমাদের প্রিয় অভিনেতা চান্স পারডোমো অকালে চলে গেলেন।’

দুর্ঘটনাটি কোথায় এবং কখন দুর্ঘটনা ঘটেছে তা বিবৃতিতে জানানো হয়নি। তবে বিবৃতিতে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় সঙ্গে কেউ জড়িত ছিল না।

ব্রিটিশ-আমেরিকান তারকা চান্স পারডোমো লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। কিন্তু তাঁর বেড়ে ওঠা সাউদাম্পটনে। ২০১৬ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লংফিল্ড ড্রাইভ’ অভিনয় জীবন শুরু করেন তিনি। তবে ‘আফটার উই ফেল’ তাঁকে দর্শকপ্রিয়তা এনে দেয়। সিনেমাটির আরও দুটি কিস্তিতেও ছিলেন তিনি।

চলচ্চিত্র ছাড়াও চান্স টিভি সিরিজেও অভিনয় করেছেন। ‘হেটি ফেদার’, কিল্ড বাই মাই ড্যাড’, ‘চিলিং অ্যাডভেঞ্চারস অব সাব্রিনা’ এবং ‘জেন ভি’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করে তিনি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় তারকা হয়ে ওঠেন। বিবিসি থ্রি ড্রামা ‘কিল্ড বাই মাই ডেট’ অভিনয়ের জন্য ২০১৯ সালে তিনি বাফটা টিভি পুরস্কারে সেরা অভিনেতার জন্য মনোনয়ন পেয়েছিলেন।

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে