হোম > বিনোদন > হলিউড

সেই শ্বাসরুদ্ধকর দৃশ্যের স্মৃতিচারণ

ঢাকা: সালটা ১৯৯৬। ‘মিশন ইমপসিবল’ সিনেমায় প্রথমবারের মতো হাজির হয়েছিলেন ‘ইথান হান্ট’। বাকিটা ইতিহাস। ২৫ বছর কেটে যাওয়ার পরও ‘ইমপসিবল’ সিরিজ এবং ‘ইথান হান্ট’কে নিয়ে দর্শকদের উত্তেজনায় এতটুকুও ভাটা পড়েনি। এখনো ‘মিশন ইমপসিবল’ এর সিক্যুয়েলের জন্য আগ্রহ নিয়ে বসে থাকেন সারা বিশ্বের সিনেমাপ্রেমীরা।

বিশ্ব সিনেমার ইতিহাসে অন্যতম সুপারহিট ফ্র্যাঞ্চাইজি হিসেবে আছে এই সিরিজ। ইথান হান্ট চরিত্রে অভিনয় করা টম ক্রুজও এ সিনেমা দিয়ে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। দীর্ঘ ৩৫ বছরের সিনেমা ক্যারিয়ারে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন টম। কিন্তু সবচেয়ে আলোচিত চরিত্রের নাম হিসেবে উঠে আসবে ‘ইথান হান্ট’। এই সিরিজের প্রথম সিনেমা মুক্তির রজত জয়ন্তীতে নষ্টালজিক হলেন টম ক্রুজ।

এ পর্যন্ত মিশন ইমপসিবল সিরিজের ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রতিটিতেই আছে শ্বাসরুদ্ধকর অনেক দৃশ্য। এগুলোর মধ্যে ‘মিশন ইমপসিবল ১ ’-এ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সদর দপ্তরে ভল্ট সিকোয়েন্সটি অনবদ্য। এখনো দর্শকদের চোখে লেগে আছে দৃশ্যটি।

যেখানে শুধু একটি তারের সাহায্যে বেশ উঁচু থেকে ঝাঁপিয়ে পড়েন টম ক্রুজ। মাটি থেকে খানিকটা ওপরে বিপজ্জনকভাবে ঝুলে ছিলেন। এক ফোঁটা ঘাম পড়লেও দেয়ালের ফাঁকে থাকা লেজার রশ্মি ছিন্নভিন্ন করে দেবে শরীর।

সিআইএ ভবনের ভল্টে চুরির দৃশ্যে অভিনয় করতে গিয়ে দম আটকানোর দশা হয়েছিল টম ক্রুজের। স্মৃতিচারণ করলেন তিনি, ‘এখনও পর্যন্ত আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন স্ট্যান্ট ছিল ওই দৃশ্যটি। মনে আছে, ওই শটটি নিতে বারবার সমস্যা হচ্ছিল। ওপর থেকে পড়ার সময় ঠিকমতো ভারসাম্য রাখতে পারছিলাম না। সরাসরি মুখ থুবড়ে মাটিতে পড়ছিলাম। নাকে আঘাত লাগছিল। এদিকে সময়ও প্রায় শেষ। নির্ধারিত সময়ের পর সেখানে আর শুটিং করা যাবে না।’

দেখে নিন সেই দৃশ্যটির এক ঝলক:

শেষপর্যন্ত একবার ঠিকঠাক ঝুলে থাকতে পেরেছিলেন টম ক্রুজ। তারপরই আত্মবিশ্বাস গেল বেড়ে। এরপরও নিশ্চিন্ত হতে পারেননি পরিচালক ব্রায়ান ডি পালমা। বলছেন টম, ‘তাঁর নির্দেশে আরো কয়েকবার ওই দৃশ্যের শুটিং করেছিলাম। প্রত্যেকবারই ভাবছিলাম, এবার আরো ভালো করতে হবে। জুতোর মধ্যে বেশকিছু খুচরো পয়সা ঢুকিয়ে নিয়েছিলাম। যাতে ওপর থেকে ঝোলার সময় শরীরের ভারসাম্য বজায় থাকে।’

শেষে যখন হাঁপিয়ে উঠেছি, এমন সময় শুনি দূরে বসে হাসছেন পরিচালক। আসলে অনেকক্ষণ আগেই শটটি ‘ওকে’ হয়ে গিয়েছিল। মজা করার জন্য আমাকে এতক্ষণ পরিশ্রম করাচ্ছিলেন তিনি।

টম ক্রুজ, ‘মিশন ইমপসিবল’ অভিনেতা

টম ক্রুজের ‘মিশন ইমপসিবল’ সিরিজের সব সিনেমাই বক্স অফিস কাঁপিয়েছে। ২০২২ সালের মে মাসে এ সিরিজের সপ্তম সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন