ঢাকা: সালটা ১৯৯৬। ‘মিশন ইমপসিবল’ সিনেমায় প্রথমবারের মতো হাজির হয়েছিলেন ‘ইথান হান্ট’। বাকিটা ইতিহাস। ২৫ বছর কেটে যাওয়ার পরও ‘ইমপসিবল’ সিরিজ এবং ‘ইথান হান্ট’কে নিয়ে দর্শকদের উত্তেজনায় এতটুকুও ভাটা পড়েনি। এখনো ‘মিশন ইমপসিবল’ এর সিক্যুয়েলের জন্য আগ্রহ নিয়ে বসে থাকেন সারা বিশ্বের সিনেমাপ্রেমীরা।
এ পর্যন্ত মিশন ইমপসিবল সিরিজের ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রতিটিতেই আছে শ্বাসরুদ্ধকর অনেক দৃশ্য। এগুলোর মধ্যে ‘মিশন ইমপসিবল ১ ’-এ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সদর দপ্তরে ভল্ট সিকোয়েন্সটি অনবদ্য। এখনো দর্শকদের চোখে লেগে আছে দৃশ্যটি।
দেখে নিন সেই দৃশ্যটির এক ঝলক:
শেষপর্যন্ত একবার ঠিকঠাক ঝুলে থাকতে পেরেছিলেন টম ক্রুজ। তারপরই আত্মবিশ্বাস গেল বেড়ে। এরপরও নিশ্চিন্ত হতে পারেননি পরিচালক ব্রায়ান ডি পালমা। বলছেন টম, ‘তাঁর নির্দেশে আরো কয়েকবার ওই দৃশ্যের শুটিং করেছিলাম। প্রত্যেকবারই ভাবছিলাম, এবার আরো ভালো করতে হবে। জুতোর মধ্যে বেশকিছু খুচরো পয়সা ঢুকিয়ে নিয়েছিলাম। যাতে ওপর থেকে ঝোলার সময় শরীরের ভারসাম্য বজায় থাকে।’
শেষে যখন হাঁপিয়ে উঠেছি, এমন সময় শুনি দূরে বসে হাসছেন পরিচালক। আসলে অনেকক্ষণ আগেই শটটি ‘ওকে’ হয়ে গিয়েছিল। মজা করার জন্য আমাকে এতক্ষণ পরিশ্রম করাচ্ছিলেন তিনি।
টম ক্রুজ, ‘মিশন ইমপসিবল’ অভিনেতা
টম ক্রুজের ‘মিশন ইমপসিবল’ সিরিজের সব সিনেমাই বক্স অফিস কাঁপিয়েছে। ২০২২ সালের মে মাসে এ সিরিজের সপ্তম সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।