হোম > বিনোদন > হলিউড

গত বছর সর্বাধিক আয় করা ১০ হলিউড অভিনেতা

গত বছর হলিউডে সবচেয়ে বেশি আয় করা অভিনেতাদের তালিকায় শীর্ষে ছিলেন রক, রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যান। ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ডোয়াইন জনসন ওরফে রক গত বছর আনুমানিক ৮৮ মিলিয়ন ডলার আয় করেছেন। এই আয়ের বেশির ভাগই এসেছে তাঁর অভিনীত ‘রেড ওয়ান’, ‘মোয়ানা ২’ এবং তাঁর পুরোনো সিনেমাগুলোর রয়্যালটি থেকে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রায়ান রেনল্ডস গত বছর আয় করেছেন ৮৫ মিলিয়ন ডলার, তৃতীয় স্থানে থাকা কেভিন হার্ট ৮১ মিলিয়ন ডলার, চতুর্থ স্থানে থাকা জেরি সাইনফেল্ড ৬০ মিলিয়ন ডলার এবং পঞ্চম স্থানে থাকা হিউ জ্যাকম্যান আয় করেছেন ৫০ মিলিয়ন ডলার।

এ ছাড়া তালিকার ষষ্ঠ থেকে দশম স্থানে থাকা অভিনেতারা হলেন যথাক্রমে—ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, নিকোল কিডম্যান, অ্যাডাম শ্যান্ডলার ও উইল স্মিথ।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, শীর্ষস্থানীয় অভিনেতারা মূলত বড় পর্দার বাইরে থেকেই বিপুল অর্থ উপার্জন করেছেন। কারণ, ২০২৪ সালের শীর্ষ দশ ছবির মধ্যে ছয়টিই ছিল অ্যানিমেটেড, যেখানে অভিনেতারা সাধারণত বড় অঙ্কের পারিশ্রমিক পান না।

শীর্ষ ২০ জন অভিনেতার মধ্যে মাত্র তিনজন নারী। নিকোল কিডম্যান, মারিস্কা হার্গিটে এবং স্কারলেট জোহানসন। স্কারলেটই এই তালিকার সর্বকনিষ্ঠ অভিনেতা, যার বয়স ৪০ বছর।

অত্যন্ত সফল একটি বছর কাটালেও টিমোথি শালামেট তালিকায় স্থান পাননি। কারণ, তাঁর ২০২৪ সালের সফল ছবিগুলোর জন্য তিনি চুক্তি করেছিলেন আগের বছরই।

ওটিটি থেকেও অনেক তারকা বিপুল অর্থ উপার্জন করেছেন। ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি ‘উলভস’ সিনেমার জন্য প্রত্যেকে ৩৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছেন। স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলচ্চিত্রের মালিকানা কেনার সুযোগ না থাকায়, তারকাদের বিশাল অঙ্কের সম্মানী আগেভাগেই পরিশোধ করা হয়।

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে