হোম > বিনোদন > হলিউড

টম ক্রুজের সঙ্গে ডেটিংয়ের গুঞ্জনে যা বললেন শাকিরা

কয়েক দিন ধরেই গুঞ্জন ছড়িয়েছে ডেট করছেন হলিউড অভিনেতা টম ক্রুজ ও পপ তারকা শাকিরা। এবারের মিয়ামি ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে তাঁদের সর্বশেষ একসঙ্গে দেখার পর থেকে গুঞ্জনের শুরু। সংবাদমাধ্যমে শোনা যাচ্ছে, ডেটিং করছেন এ দুই তারকা। গুঞ্জনের বিষয়ে এবার মন্তব্য করেছেন শাকিরা। গায়িকা জানিয়েছেন বিষয়টি হাস্যকর। শাকিরার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএস ম্যাগাজিন। 

অনলাইনের এই গুজব প্রসঙ্গে শাকিরা বলেন, ‘এটি হাস্যকর। কারণ, বিষয়টি সত্য নয়।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পেজ সিক্সে জানিয়েছিল, টম ক্রুজ শাকিরার সঙ্গে ডেটিংয়ে আগ্রহী।

এ ছাড়া পেজ সিক্স আরও জানায়, গত রোববার দক্ষিণ ফ্লোরিডায় অটো রেসিং ইভেন্ট শেষে টম ক্রুজ শাকিরাকে ফুলও পাঠিয়েছিলেন। এই জুটিকে সেখানে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ক্রুজ ও শাকিরা দীর্ঘদিন ধরেই বন্ধুত্ব বজায় রেখেছেন। এমনকি শাকিরার সাবেক প্রেমিক পিকের সঙ্গে বিচ্ছেদের পর গায়িকাকে সমর্থনও করেছিলেন টম ক্রুজ।

সম্প্রতি ১২ বছরের প্রেমিক জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে শাকিরার। এই জুটির দুটি সন্তান রয়েছে। ১০ বছর বয়সী মিলান এবং আট বছর বয়সী সাশা। অপর দিকে ক্রুজ তিন সন্তানের পিতা। সাবেক স্ত্রী নিকোল কিডম্যানের সঙ্গে দুই সন্তান, যাদের নাম ইসাবেলা ও কনর এবং অপর সাবেক স্ত্রী কেটি হোমসের সঙ্গে এক সন্তান, যার নাম সুরি।

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে

অ্যানিমেশন থেকে এবার লাইভ অ্যাকশনে ‘মোয়ানা’

টম ক্রুজের হাতে উঠল সম্মানজনক অস্কার

সিনেমা বানিয়ে সর্বস্ব খুইয়েছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা

গ্র্যামিতে মনোনয়ন পেয়ে আপ্লুত ব্ল্যাকপিঙ্কের রোজে

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের

বিয়ের গুঞ্জনের মধ্যেই টম ক্রুজ ও আনা ডি আরমাসের সম্পর্কচ্ছেদের খবর

সন্তানহীন হলেও দত্তক নিতে আপত্তি জেনিফার অ্যানিস্টনের