রবিবার (১৩ মার্চ) লন্ডনের রয়েল আলবার্ট হলে তারকাদের সশরীরে উপস্থিতিতে বসেছিল ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ৭৫তম আসর। গোল্ডেন গ্লোবের পর বাফটায়ও নেটফ্লিক্স প্রযোজিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ সিনেমা সেরার স্বীকৃতি পেল।
ওয়েস্টার্ন ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন নিউজিল্যান্ডের পরিচালক জেন ক্যাম্পিয়ন। তিনি এই বছর সেরা পরিচালকের পুরস্কার জেতেন। সেরা অভিনেতা শাখার মনোনয়ন তালিকায় বেনেডিক্ট ও গ্রাহাম থাকলেও পুরস্কারটি জিতেছেন উইল স্মিথ। বাফটায় এটাই স্মিথের ক্যারিয়ারের প্রথম মনোনয়ন ও পুরস্কার জেতা।
সেরা পার্শ্ব অভিনেতা: ট্রয় কটসার (কোডা)
সেরা পার্শ্ব অভিনেত্রী: আরিয়ানা ডিবোজ (ওয়েস্ট সাইড স্টোরি)
অসামান্য ব্রিটিশ চলচ্চিত্র: বেলফাস্ট
আবহ সংগীত: হ্যান্স জিমার (ডুন)
চিত্রগ্রহণ: গ্রেগ ফ্রেশার (ডুন)
শিল্প নির্দেশনা: প্যাট্রিস ভারমেট (ডুন)
শব্দ: ম্যাক রুথ, মার্ক মানজিনি (ডুন)
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস: ব্রায়ান কন্নর (ডুন)
সেরা সম্পাদনা: এলিয়ট গ্রাহাম (নো টাইম টু ডাই)
সেরা রাইজিং স্টার: লাশানা লিঞ্চ (নো টাইম টু ডাই)
ইংলিশ ব্যতিত সেরা সিনেমা: ড্রাইভ মাই কার
সেরা অ্যানিমেটেড: এনকান্টো
ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ অনুষ্ঠানে নীল-হলুদ রঙের ব্যাজ পরে ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন। নীল-হলুদ হলো ইউক্রেনের জাতীয় পতাকার রং। কাম্বারব্যাচ ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয়ের আহ্বান জানিয়েছেন। অভিনেতা স্টিফেন গ্রাহামও ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে দেশটির পতাকার রঙের ব্যাজ পরেছেন। একইভাবে