হোম > বিনোদন > হলিউড

বাড়িতে ঢুকে অভিনেতা চার্লি শিনকে গলা টিপে হত্যার চেষ্টা প্রতিবেশীর 

অভিনেতা চার্লি শিনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, হলিউড অভিনেতার বাড়িতে ঢুকে এক প্রতিবেশী তাঁর ওপর এই হামলা চালায়, অভিনেতাকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। ঘটনায় অভিনেতা চার্লি শিনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিনেতার পক্ষ থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগে ফোন করা হলে তৎক্ষণাৎই ব্যবস্থা নেওয়া হয়।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, ওই প্রতিবেশী মহিলা জোর করে চার্লি শিনের বাড়িতে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে অভিনেতার ওপর হঠাৎ আক্রমণ করে বসে। অভিনেতার শার্ট ছিঁড়ে তাঁকে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। এমনি ধারালো অস্ত্র দিয়ে চার্লির শরীরে আঘাতও করা হয়।

তবে এই প্রথম নয়, জানা গেছে ওই নারীর সঙ্গে আগেও নাকি অভিনেতা চার্লি শিনের সমস্যা তৈরি হয়েছিল। ঘটনার কিছুদিন আগে অভিনেতার বাড়ির সামনে আবর্জনা ফেলেছিলেন ওই প্রতিবেশী। একবার চার্লির গাড়িতে তরল কিছু স্প্রে করেছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০০৩ সালে জনপ্রিয় সিটকম ‘টু অ্যান্ড আ হাফ ম্যান’–এ চার্লি হার্পারের ভূমিকায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। অভিনয়ের পাশাপাশি অ্যালকোহল, মাদক সেবন, বৈবাহিক সমস্যার জেরেও একাধিকবার শিরোনামে উঠে এসেছেন অভিনেতা চার্লি শিন।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়