হোম > বিনোদন > হলিউড

বাড়িতে ঢুকে অভিনেতা চার্লি শিনকে গলা টিপে হত্যার চেষ্টা প্রতিবেশীর 

অভিনেতা চার্লি শিনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, হলিউড অভিনেতার বাড়িতে ঢুকে এক প্রতিবেশী তাঁর ওপর এই হামলা চালায়, অভিনেতাকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। ঘটনায় অভিনেতা চার্লি শিনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিনেতার পক্ষ থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগে ফোন করা হলে তৎক্ষণাৎই ব্যবস্থা নেওয়া হয়।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, ওই প্রতিবেশী মহিলা জোর করে চার্লি শিনের বাড়িতে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে অভিনেতার ওপর হঠাৎ আক্রমণ করে বসে। অভিনেতার শার্ট ছিঁড়ে তাঁকে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। এমনি ধারালো অস্ত্র দিয়ে চার্লির শরীরে আঘাতও করা হয়।

তবে এই প্রথম নয়, জানা গেছে ওই নারীর সঙ্গে আগেও নাকি অভিনেতা চার্লি শিনের সমস্যা তৈরি হয়েছিল। ঘটনার কিছুদিন আগে অভিনেতার বাড়ির সামনে আবর্জনা ফেলেছিলেন ওই প্রতিবেশী। একবার চার্লির গাড়িতে তরল কিছু স্প্রে করেছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০০৩ সালে জনপ্রিয় সিটকম ‘টু অ্যান্ড আ হাফ ম্যান’–এ চার্লি হার্পারের ভূমিকায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। অভিনয়ের পাশাপাশি অ্যালকোহল, মাদক সেবন, বৈবাহিক সমস্যার জেরেও একাধিকবার শিরোনামে উঠে এসেছেন অভিনেতা চার্লি শিন।

স‌র্বোচ্চ ব‌্যবসাসফল সিনেমার অভিনেত্রী জো সালদানা

তারকাখচিত গোল্ডেন গ্লোবসের মঞ্চে সেরা হলেন যাঁরা

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা