হোম > বিনোদন > হলিউড

কাজ চাচ্ছেন রিকি মার্টিন

বিনোদন ডেস্ক

ঢাকা: পুরো নাম এনরিক রিকি মার্টিন মোরালেস। একাধারে তিনি গায়ক, অভিনেতা ও লেখক। নব্বইয়ের দশকে বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল থিম সং  ‘কোপা দে লা ভিদা’ (১৯৯৮) গেয়ে নজর কেড়েছিলেন বিশ্ববাসীর। অসংখ্য জনপ্রিয় গানের পাশাপাশি অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। একাধিক গ্র্যামিসহ আরও বহু পুরস্কারে ভূষিত হয়েছেন রিকি মার্টিন৷

জনপ্রিয় মার্কিন পপতারকা রিকি মার্টিন হলিউডে ভালো কাজ খুঁজছেন। ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য কাস্টিং ডিরেক্টরদের কাছে অনুরোধ করেছেন এই তারকা। পিপল ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে রিকি মার্টিন বলেছেন, ‘আমি অভিনয় করতে ভালোবাসি। ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় আছি। যেকোনো ভালো চরিত্রের জন্য আমি সর্বোচ্চ পরিশ্রম করতে রাজি। আমি প্রস্তুত। শুধু আমাকে একটি কাজ দিন।’

রিকি মার্টিন আরও বলেছেন, ‘আমি যেকোনো ধরনের কাজ চাই। আমি থিয়েটারও ভালোবাসি। গল্প বলতে ভালোবাসি।’ ২০১৮ সালে রায়ান মারফির ক্রাইম সিরিজ ‘দ্য অ্যাসেসিনেশন অব গিয়ানি ভারসেস’–এ অভিনয় করে গ্র্যামিতে মনোনয়ন পেয়েছিলেন রিকি মার্টিন। এ ছাড়া তিনি ‘লা মিসারেবল’ এবং ‘এভিতা’-তে অভিনয় করেছেন।
রিকি মনে করেন, কাজ ক্রমেই কমে আসার অন্যতম কারণ তাঁর সমকামী পরিচয়। স্প্যানিশ এই পপগায়ক বিয়ে করেন দীর্ঘদিনের সমকামী বন্ধু কার্লো গনজালেসকে। এর আগে প্রেমের সম্পর্ক ছিল।

এক সাক্ষাৎকারে মার্টিন নিজের সম্পর্কে বলেন, ‘আমি একজন আধুনিক ব্যক্তি এবং আমি সম্পূর্ণ জীবনযাপন করি। নিজের মধ্যে আমি কোনো বাধা অনুভব করি না। আমার বিশ্বাস, বাইরের বিশ্বটা একটি খোলা ফোরামের মতো, যেখানে নিজের অপরাধমূলক কর্মকাণ্ড ছাড়া সবকিছুই স্বীকার করা যায়।’

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস