হোম > বিনোদন > হলিউড

ড. ইউনূসের সঙ্গে ইদ্রিসের দেখা, আপ্লুত দুজনেই

বিনোদন ডেস্ক

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবাপ্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার দেখা হয়েছে। ‘আর্থনা শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে দুজনেই কাতারের রাজধানী দোহায় দোহায় রয়েছেন।

সম্মেলনের ফাঁকে দুজনের দেখা হয়। আজ মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দুজনের ছবি পোস্ট করা হয়েছে। তাতে দুজনকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

আজ ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ড. ইউনূস। সম্মেলনে অংশ নিতে গতকাল সোমবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

চার দিনের এ সফর চলাকালে প্রধান উপদেষ্টা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবাও এই সামিটে অংশ নিচ্ছেন। তিনি জাতিসংঘের শুভেচ্ছা দূত এবং আইই৭ ও দ্য আকুনা গ্রুপের প্রতিষ্ঠাতা।

সম্মেলনে সহনশীল ও টেকসই সমাজ গঠনের উপায় নিয়ে নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন এলবা। এই সফরের মাধ্যমে তিনি জলবায়ু সচেতনতা, টেকসই ভবিষ্যৎ নির্মাণ এবং যুব নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেছেন।

আরও খবর পড়ুন:

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে

অ্যানিমেশন থেকে এবার লাইভ অ্যাকশনে ‘মোয়ানা’

টম ক্রুজের হাতে উঠল সম্মানজনক অস্কার

সিনেমা বানিয়ে সর্বস্ব খুইয়েছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা

গ্র্যামিতে মনোনয়ন পেয়ে আপ্লুত ব্ল্যাকপিঙ্কের রোজে

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের

বিয়ের গুঞ্জনের মধ্যেই টম ক্রুজ ও আনা ডি আরমাসের সম্পর্কচ্ছেদের খবর

সন্তানহীন হলেও দত্তক নিতে আপত্তি জেনিফার অ্যানিস্টনের