হোম > বিনোদন > হলিউড

শুটিংয়ের বন্দুকে প্রাণ গেল আলোকচিত্র পরিচালকের, হাসপাতালে পরিচালক

হলিউডের একটি সিনেমার শুটিংয়ের সময় প্রপ গানের গুলিতে সেটেই প্রাণ হারিয়েছেন সিনেমার আলোকচিত্র পরিচালক। গুরুতর আহত হয়েছেন পরিচালকও। ঘটনাটি ঘটেছে গতকাল যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে। সেখানে উনিশ শতকের ঘটনা অবলম্বনে ওয়েস্টার্ন সিনেমা ‘রাস্ট’-এর শুটিং চলছিল। 

সিনেমার পরিচালক জোয়েল সুজাকে (৪৮) পার্শ্ববর্তী বোনানজা ক্রিক রেঞ্চের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। 

পুলিশ বলছে, তারা ঘটনাটির তদন্ত করছেন। এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। 

এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অ্যালেক বলডউইন। সম্প্রতি স্যাটার ডে নাইট লাইভ শোতে ডোনাল্ড ট্রাম্পের চরিত্রে কমেডি করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন বলডউইন। রাস্ট সিনেমার সহ-প্রযোজকও তিনি। তাঁর একজন মুখপাত্র বার্তা সংস্থা এপিকে বলেছেন, ব্ল্যাঙ্ক ভর্তি একটি প্রপ গানের মিসফায়ার থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। 

সান্টা ফে শেরিফের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বলডউইনকে গোয়েন্দারা ডেকেছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অবশ্য বলডউইন নিজ থেকেই গোয়েন্দা কার্যালয়ে গিয়েছিলেন। বেরিয়ে আসার পর তাঁকে অত্যন্ত বিধ্বস্ত দেখাচ্ছিল। 

নিহত ক্রু মেম্বার হ্যালিনা হাচিনসের জন্ম ইউক্রেনে। বড় হয়েছেন দক্ষিণ মেরুতে একটি সোভিয়েত সামরিক ঘাঁটিতে। কাইভে সাংবাদিকতায় পড়েছেন। এরপর লস অ্যাঞ্জেলেসে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন। ২০১৯ সালে আমেরিকান সিনেমাটোগ্রাফার ম্যাগাজিনে তাঁকে ‘উদীয়মান তারকা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। 

রাস্ট চলচ্চিত্রের শুটিংয়ে বৃহস্পতিবার যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো সেরকম ঘটনা বিরল হলেও এটিই প্রথম নয়। 

শুটিংয়ের সময় অনেক ক্ষেত্রে সত্যিকারের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। তবে এই অস্ত্রে থাকে ব্ল্যাঙ্ক গুলি। অর্থাৎ সাধারণ কার্তুজের মতো গান পাউডার, খোসা এবং গোড়ায় ফায়ারিং পিন থাকলেও মাথায় কোনো বুলেট থাকে না। ফায়ার করলে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে এবং বন্দুক থেকে তীব্র গতিতে খোসা বেরিয়ে যায়। ফলে খুব কাছাকাছি কারও লাগলে গুরুতর আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। 

 ১৯৯৩ সালে ব্রুস লির ছেলে ব্র্যানডন লি (২৮) ‘দ্য ক্র’ সিনেমার সেটে দুর্ঘটনাবশত প্রপ গানের গুলিতে নিহত হয়। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে, বন্দুকটি এর আগে একবার ফায়ার করা হয়েছিল কিন্তু গুলি নলে আটকে গিয়েছিল। দ্বিতীয়বার ফায়ার করার সময় সেই গুলি বেরিয়ে সরাসরি ব্র্যানডল লির গায়ে লাগে। বৃহস্পতিবারের ঘটনা শোনার পর ব্র্যানডন লির বোন শ্যানন টুইট করে হতাহত ও সিনেমার ক্রুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস