হোম > বিনোদন > হলিউড

অবশেষে অস্কারের মিশনে জয়ী হলেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক

টম ক্রুজ। ছবি: ইনস্টাগ্রাম

অস্কারে চারবার মনোনয়ন পেয়েছেন টম ক্রুজ। ১৯৯০ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ১৯৯৭ সালে ‘জেরি ম্যাগুয়ের’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে, ২০০০ সালে ‘ম্যাগনোলিয়া’ সিনেমার জন্য পার্শ্ব-অভিনেতা হিসেবে এবং ২০২৩ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে মনোনয়ন পান। তবে কোনোবারই পুরস্কার হাতে ওঠেনি তাঁর। টম ক্রুজের ভক্তদের সে আক্ষেপ ঘুচবে এবার। অবশেষে ৬২ বছর বয়সে এসে তাঁর হাতে উঠছে বহুল প্রতীক্ষিত অস্কার।

অস্কারের গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানজনক পুরস্কার পাচ্ছেন টম ক্রুজ। একই অনুষ্ঠানে অস্কার সম্মানে সম্মানিত হবেন প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং অভিনেত্রী ও কোরিওগ্রাফার ডেবি অ্যালেন। আর ডলি পার্টন পাচ্ছেন জিন হারশোল্ট হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড।

কেন টম ক্রুজকে সম্মানজনক অস্কার দেওয়া হচ্ছে? একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, এই সম্মান তাঁদেরই দেওয়া হয়, যাঁরা সারা জীবন সিনেমাজগতে অসাধারণ অবদান রেখেছেন বা চলচ্চিত্র নির্মাণের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখেছেন।

একাডেমি প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেন, ‘এ বছর চারজন ব্যক্তিত্বকে সম্মান জানানো হচ্ছে, যাঁদের কাজ ও নিরন্তর প্রচেষ্টা বিশ্ব সিনেমাকে সমৃদ্ধ করেছে।’ টম ক্রুজ সম্পর্কে তিনি বলেন, ‘সারা বিশ্বের নির্মাতা থেকে শুরু করে স্ট্যান্টম্যান—সবাইকে অনুপ্রাণিত করেছেন টম ক্রুজ। তাঁর কাজগুলো হলে সিনেমা দেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।’

গত বছর গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানজনক অস্কার পেয়েছিলেন সংগীত প্রযোজক কুইন্সি জোনস ও কাস্টিং ডিরেক্টর জুলিয়েট টেইলর। জিন হারশোল্ট হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পান ব্রিটিশ নির্মাতা রিচার্ড কার্টিস। জেমস বন্ড প্রযোজক মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকোলিকে দেওয়া হয়েছিল আরভিং জি থালবার্গ মেমোরিয়াল অ্যাওয়ার্ড।

যদিও গভর্নরস অ্যাওয়ার্ড টিভিতে সম্প্রচারিত হয় না, তবে ঐতিহ্যগতভাবে অস্কার অনুষ্ঠানের সময় তাঁদের স্বীকৃতি দেওয়া হয়। অস্কারের পরবর্তী আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৬ মার্চ।

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে