ঢাকা: জোয়াকিন ফিনিক্স অভিনীত ‘জোকার’ হলিউডের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ সিনেমা। মুক্তির পর সারা বিশ্বে হইচই ফেলে দেয় সিনেমাটি। ‘জোকার’কে কেন্দ্র করে আলোচনা-সমালোচনায় মুখর হয়ে ওঠেন দর্শক-সমালোচক।
‘জোকার’ই হলিউডের ইতিহাসে প্রথম ‘আর রেটেড’ (কেবল প্রাপ্তবয়স্কদের জন্য) সিনেমা, যেটি সারা বিশ্বে ১০০ কোটি ডলারেরও বেশি আয় করেছে। বিশ্ব সিনেমায় চীন খুবই গুরুত্বপূর্ণ বাজার। ‘জোকার’কে চীনের সীমানায় ঢুকতেই দেয়নি দেশটি। চীনে প্রদর্শন না করেই বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের মাইলফলক অর্জন করা বড় ব্যাপার।
সিনেমাটি বানিয়েছেন অস্কার মনোনয়ন পাওয়া পরিচালক টড ফিলিপস। ‘জোকার’–এর সিক্যুয়েল হবে। তবে সেখানে পরিচালক তিনিই থাকবেন কি না, বিষয়টি এখনো স্পষ্ট নয়। সর্বশেষ খবর অনুযায়ী, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রসের সঙ্গে চুক্তি হয়েছে টড ফিলিপসের।
মাতৃভক্ত একজন কৌতুকাভিনেতা কী করে ভয়ংকর খলনায়কে পরিণত হলেন, হলেন ব্যাটম্যানের চিরশত্রু, সেটাই ‘জোকার’–এর গল্প। তবে দ্বিতীয় মৌসুমে এসে গল্পের শাখা-প্রশাখা মেলতে পারে অন্যদিকে। শোনা যাচ্ছে, নতুন জোকারে শুধু আর্থার ক্লার্ক নয়; থাকবে মোট চারটি জোকারের চরিত্র।
দেখে নিন ‘জোকার’ এর ট্রেলার: