হোম > বিনোদন > হলিউড

আবার ‘জোকার’ জোয়াকিন

বিনোদন ডেস্ক

ঢাকা: জোয়াকিন ফিনিক্স অভিনীত ‘জোকার’ হলিউডের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ সিনেমা। মুক্তির পর সারা বিশ্বে হইচই ফেলে দেয় সিনেমাটি। ‘জোকার’কে কেন্দ্র করে আলোচনা-সমালোচনায় মুখর হয়ে ওঠেন দর্শক-সমালোচক।

‘জোকার’ই হলিউডের ইতিহাসে প্রথম ‘আর রেটেড’ (কেবল প্রাপ্তবয়স্কদের জন্য) সিনেমা, যেটি সারা বিশ্বে ১০০ কোটি ডলারেরও বেশি আয় করেছে। বিশ্ব সিনেমায় চীন খুবই গুরুত্বপূর্ণ বাজার। ‘জোকার’কে চীনের সীমানায় ঢুকতেই দেয়নি দেশটি। চীনে প্রদর্শন না করেই বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের মাইলফলক অর্জন করা বড় ব্যাপার।

৪ অক্টোবর মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে নেতিবাচক রিভিউর ছড়াছড়ি ছিল সমালোচক মহলে। এমনকি যুক্তরাষ্ট্রে ‘জোকার’–এর প্রিমিয়ারের দিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায়। কিন্তু তার পরও সদলবলে সিনেমাটি দেখেছে দর্শক। সিনেমাটি ছিনিয়ে এনেছে অস্কার।

সিনেমাটি বানিয়েছেন অস্কার মনোনয়ন পাওয়া পরিচালক টড ফিলিপস। ‘জোকার’–এর সিক্যুয়েল হবে। তবে সেখানে পরিচালক তিনিই থাকবেন কি না, বিষয়টি এখনো স্পষ্ট নয়। সর্বশেষ খবর অনুযায়ী, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রসের সঙ্গে চুক্তি হয়েছে টড ফিলিপসের।

তবে ‘জোকার ২’ পরিচালনার জন্য নয়, চুক্তি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য লেখার জন্য। ‘জোকার’–এর প্রথম পর্বের চিত্রনাট্যও তিনি লিখেছিলেন। তাঁর সহযোগী লেখক হিসেবে ছিলেন স্কট সিলভার। কিন্তু দ্বিতীয় মৌসুমে এসে স্কটের থাকার খবর পাওয়া যায়নি এখনো।

মাতৃভক্ত একজন কৌতুকাভিনেতা কী করে ভয়ংকর খলনায়কে পরিণত হলেন, হলেন ব্যাটম্যানের চিরশত্রু, সেটাই ‘জোকার’–এর গল্প। তবে দ্বিতীয় মৌসুমে এসে গল্পের শাখা-প্রশাখা মেলতে পারে অন্যদিকে। শোনা যাচ্ছে, নতুন জোকারে শুধু আর্থার ক্লার্ক নয়; থাকবে মোট চারটি জোকারের চরিত্র।

দেখে নিন ‘জোকার’ এর ট্রেলার:

 

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়