হোম > বিনোদন > হলিউড

‘ওয়ান্ডার উইমেন’ গাল গ্যাদত এখন চার কন্যার মা

চতুর্থবারের মতো কন্যাসন্তানের মা হলেন ‘ওয়ান্ডার উইমেন’খ্যাত অভিনেত্রী গাল গ্যাদত। গতকাল বুধবার ইনস্টাগ্রাম হ্যান্ডলে হাসপাতাল থেকে নবজাতকের প্রথম ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। কারণ, তাঁর ভক্ত ও অনুরাগীরা জানতেন না যে তিনি গর্ভবতী ছিলেন।

হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে গাল লিখেছেন, ‘আমার মিষ্টি কন্যা, তোমাকে স্বাগত। গর্ভাবস্থা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তাই তোমার নাম ওরি, যার অর্থ হিব্রুতে ‘‘আমার আলো’’ তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। কন্যাদের বাড়িতে তোমাকে স্বাগত, বাবাও বেশ ভালো।’

গাল গ্যাদত ২০০৮ সালে ইসরায়েলি প্রযোজক জারন ভারসানোকে বিয়ে করেন। ২০১১ সালে তাঁদের প্রথম সন্তান আলমা ভারসানো এবং ২০১৭ সালে মায়া ভারসানোর জন্ম হয়। এরপর ২০২১ সালের জুনে তৃতীয় সন্তান ড্যানিয়েলার জন্ম হয়।

প্রসঙ্গত, ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত ‘ওয়ান্ডার উইমেন’-এর ভূমিকায় ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ (২০১৬), ‘ওয়ান্ডার উইমেন’ (২০১৭) এবং ‘জাস্টিস লিগ’ (২০১৭) সিনেমায় অভিনয় করেন। গত বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘ফাস্ট এক্স’ ব্যবসায়িক সফলতা পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে গাল গ্যাদত অভিনীত ‘স্নো হোয়াইট’।

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস