মার্ভেলের কাছ থেকে প্রস্তাব এলেও কোনো সুপারহিরো সিনেমায় কাজ করতে চান না হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। গত মঙ্গলবার ‘নট স্কিনি, বাট নট ফ্যাট’ পডকাস্টে বিষয়টি জানান তিনি। অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, যেকোনো সুপারহিরো ছবিতে কাজ করা তাঁর কাছে ‘দুঃস্বপ্নের মতো’!
শুধু ক্রিস্টেন স্টুয়ার্ট নন, বছরের পর বছর ধরে এই ধারার বিরোধিতায় স্পষ্টভাষী ছিলেন হলিউডের প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসিস। তিনি গত বছর জিকিউকে বলেছিলেন, ‘এটি প্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে সিনেমা তৈরির মতো।’
এর আগে অভিনেতা রে উইনস্টোন, অভিনেতা ও প্রযোজক নিকোলাস কেজও মার্ভেলের ধারার বিরোধিতা করেন।
তবে ক্রিস্টেন স্টুয়ার্ট এ-ও জানিয়েছেন, পরিচালক হিসেবে যদি ‘বার্বি’ নির্মাতা গ্রেটা গেরউইগ থাকেন, তবে তিনি কাজ করতে আগ্রহী। তাঁর কথায়, ‘শুধু পরিচালক গ্রেটা গেরউইগ যদি আমাকে কোনো প্রস্তাব দেন, তবেই একমাত্র রাজি হতে পারি।’