হোম > বিনোদন > হলিউড

মার্ভেলের সিনেমায় অভিনয় করতে চান না​ ক্রিস্টেন স্টুয়ার্ট

মার্ভেলের কাছ থেকে প্রস্তাব এলেও কোনো সুপারহিরো সিনেমায় কাজ করতে চান না হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। গত মঙ্গলবার ‘নট স্কিনি, বাট নট ফ্যাট’ পডকাস্টে বিষয়টি জানান তিনি। অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, যেকোনো সুপারহিরো ছবিতে কাজ করা তাঁর কাছে ‘দুঃস্বপ্নের মতো’!

শুধু ক্রিস্টেন স্টুয়ার্ট নন, বছরের পর বছর ধরে এই ধারার বিরোধিতায় স্পষ্টভাষী ছিলেন হলিউডের প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসিস। তিনি গত বছর জিকিউকে বলেছিলেন, ‘এটি প্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে সিনেমা তৈরির মতো।’

এর আগে অভিনেতা রে উইনস্টোন, অভিনেতা ও প্রযোজক নিকোলাস কেজও মার্ভেলের ধারার বিরোধিতা করেন।

তবে ক্রিস্টেন স্টুয়ার্ট এ-ও জানিয়েছেন, পরিচালক হিসেবে যদি ‘বার্বি’ নির্মাতা গ্রেটা গেরউইগ থাকেন, তবে তিনি কাজ করতে আগ্রহী। তাঁর কথায়, ‘শুধু পরিচালক গ্রেটা গেরউইগ যদি আমাকে কোনো প্রস্তাব দেন, তবেই একমাত্র রাজি হতে পারি।’

উল্লেখ্য, ‘টোয়াইলাইট’ সিনেমায় বেলা সোয়ান হয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এরপর যত দিন গেছে, নতুন নতুন চরিত্র আর গল্পে জয় করেছেন দর্শকের মন। সবশেষ মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘লাভ লাইস ব্লিডিং’ নামের নতুন সিনেমা। তাঁর দর্শকপ্রিয় সিনেমার মধ্যে আরও রয়েছে— ‘সার্টেইন ওম্যান’, ‘পারসোনাল শপার’, ‘স্টিল অ্যালাইস’, ‘ক্লাউডস অব সিলস মারিয়া’, ‘প্যানিক রুম’, ‘দ্য রানওয়েজ’, ‘হ্যাপিয়েস্ট সিজনস’, ‘ক্যাম্প এক্স রে’, ‘ইনটু দ্য ওয়াইল্ড আর অ্যাডভেঞ্চারল্যান্ড’।

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে