হোম > বিনোদন > হলিউড

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ‘দ্য জোন অব ইন্টারেস্ট’

৯৬তম অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের অস্কার জিতেছে ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজারের সিনেমা ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমাতে একজন কনসেনট্রেশন ক্যাম্প কমান্ডার এবং তার পরিবারের গল্প উঠে এসেছে।

গত কান উৎসবে জিতে নিয়েছে দুটি প্রধান পুরস্কারও। ন্যাশনাল বোর্ড অব রিভিউ ঘোষিত ২০২৩ সালের সেরা পাঁচটি আন্তর্জাতিক সিনেমার মধ্যে এটি একটি। বাফটায় তিন পুরস্কার জেতার পর এটি এবারের অস্কার আসরেও ৫টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। সব মিলিয়ে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’–এর এ পুরস্কার প্রাপ্তি অনেকটায় অনুমেয় ছিল বলে মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। 

ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজারের এই সিনেমাটির চিত্রায়ণ হয়েছে পোল্যান্ডে এবং প্রধানত জার্মান ভাষায়। 

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল—পারফেক্ট ডেজ (জাপান), সোসাইটি অব দ্য স্নো (স্পেন), ক্যাপিটানো (ইতালি), দ্য টিচার্স লাউঞ্জ (জার্মানি)। 

উল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।

স‌র্বোচ্চ ব‌্যবসাসফল সিনেমার অভিনেত্রী জো সালদানা

তারকাখচিত গোল্ডেন গ্লোবসের মঞ্চে সেরা হলেন যাঁরা

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা