হোম > বিনোদন > হলিউড

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ‘দ্য জোন অব ইন্টারেস্ট’

৯৬তম অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের অস্কার জিতেছে ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজারের সিনেমা ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমাতে একজন কনসেনট্রেশন ক্যাম্প কমান্ডার এবং তার পরিবারের গল্প উঠে এসেছে।

গত কান উৎসবে জিতে নিয়েছে দুটি প্রধান পুরস্কারও। ন্যাশনাল বোর্ড অব রিভিউ ঘোষিত ২০২৩ সালের সেরা পাঁচটি আন্তর্জাতিক সিনেমার মধ্যে এটি একটি। বাফটায় তিন পুরস্কার জেতার পর এটি এবারের অস্কার আসরেও ৫টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। সব মিলিয়ে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’–এর এ পুরস্কার প্রাপ্তি অনেকটায় অনুমেয় ছিল বলে মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। 

ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজারের এই সিনেমাটির চিত্রায়ণ হয়েছে পোল্যান্ডে এবং প্রধানত জার্মান ভাষায়। 

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল—পারফেক্ট ডেজ (জাপান), সোসাইটি অব দ্য স্নো (স্পেন), ক্যাপিটানো (ইতালি), দ্য টিচার্স লাউঞ্জ (জার্মানি)। 

উল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে