হোম > বিনোদন > হলিউড

জেনারেশন জেডের সঙ্গে কাজ করা বিরক্তিকর: জোডি ফস্টার

জেনারেশন জেডের সঙ্গে কাজ করা নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা জোডি ফস্টার। তিনি বলেছেন, জেনারেশন জেডের মনোভাব বোঝা কঠিন বলে তাদের সঙ্গে কাজ করা বিরক্তির।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ৬১ বছর বয়সী জোডি ফস্টার বলেন, উদীয়মান তারকারা যেন নিজস্ব পথ খুঁজে পান এবং তারা যেন সহজ হওয়া শিখতে পারেন, সে বিষয়ে তিনি সাহায্য করতে পারবেন বলে তিনি আশা করেন।

কৌতুকের ছলেই ফস্টার বলেন, ‘তারা আসলেই বিরক্তিকর, বিশেষ করে কাজের ক্ষেত্রে। তারা বলবে, নাহ, আমার আজ কাজের ইচ্ছা হচ্ছে না। আমি সকাল সাড়ে দশটায় আসবো। আমি যখন তাদের ইমেইল বার্তায় বলি, আপনার মেসেজ ব্যকরণগতভাবে ভুল, আপনি বানান দেখেননি? তখন তারা বলেন, আমি কেন বানান দেখব? এটা কি নিজেকে সীমাবদ্ধ করে ফেলা নয়?

প্রসঙ্গত, ১৯৯০–এর দশকের শেষের দিকে ও ২০০০–এর শুরুর দিকে যাদের জন্ম তাদের জেনারেশন জেড বলা হয়।

১৯৭৬ সালে মুক্তি পাওয়া মার্টিন স্করসিসের ট্যাক্সি ড্রাইভার সিনেমায় যৌন নিপীড়নের শিকার এক শিশুর ভূমিকায় অভিনয় করেছেন জোডি ফস্টার। ১৪ বছর বয়সেই তিনি অস্কারের জন্য মনোনীত হন। গত পাঁচ দশকে তিনি মার্টিনের চেয়ে বেশি সিনেমা তৈরি করে ফেলেছেন। দীর্ঘ এ সময়টাতে তিনি তরুণ অভিনেত্রীদের সিনেমার কঠিন ধাপগুলো পার করার ক্ষেত্রে সাহায্য করাকেই গুরুত্ব দিয়েছেন। 

সিনেমায় তরুণদের কোন জিনিসটা শেখা উচিত এমন প্রশ্নের জবাবে ফস্টার বলেন, ‘তাদের আরও সহজ হওয়া শেখা উচিত, কীভাবে এত বেশি চিন্তা না করে কাজ করা যায়, কীভাবে সম্পূর্ণ নিজের কোনো কিছু তৈরি করা যায়। আমি তা শিখতে তাঁদের সাহায্য করতে পারি। গল্পের মূল চরিত্রের হয়ে ওঠা থেকে সম্পূর্ণ নিজের কোনো চরিত্র তৈরি করা বেশি উপভোগ্য।’ 

তবে জেনারেশন জেডের অভিনেত্রী বেলা র‍্যামসে–কে নিয়ে বেশ ভালো মন্তব্যই করেছেন ফস্টার। গেম অব থ্রোনসের লিয়ানা মরমন্টের ভূমিকায় অভিনয় করে বেশ খ্যাতি কুড়িয়েছেন বেলা। সর্বশেষ তাঁকে টিভি সিরিজ ‘দ্য লাস্ট অব আস’–এ দেখা গেছে।  

ফস্টারের অনুরোধে গত নভেম্বরে এলি ম্যাগাজিনের উইমেন ইন হলিউড অনুষ্ঠানে ২০ বছর বয়সী বেলা র‍্যামসের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। তিনি বলেন, বেলা নতুন সত্যতার ভেক্টর হিসেবে আবির্ভূত হওয়া অভিনেত্রীর একটা ভালো উদাহরণ। ‘বেলা বক্তৃতা সবচেয়ে ভালো ছিল, তাঁর পোশাক ছিল সেরা, সুন্দর করে তৈরি, সিঁথি দেওয়া চুলে তাঁর চেহারায় কোনো মেকাপ ছিল না।’

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে