হোম > বিনোদন > হলিউড

স্কারলেটের পর এমা, মামলা নিয়ে হলিউডে উত্তাপ

চুক্তিভঙ্গের অভিযোগে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির বিরুদ্ধে মামলা করেছেন স্কারলেট জোহানসন। সেই উত্তাপে নড়েচড়ে বসেছে পুরো হলিউড। মামলার প্রস্তুতি নিচ্ছেন অনেক তারকা।

গত ২৯ জুলাই এই মামলা করেছেন হলিউড অভিনেত্রী। ওটিটি ও প্রেক্ষাগৃহে ‘ব্ল্যাক উইডো’ একসঙ্গে মুক্তি দেওয়ায় ডিজনির ওপর ক্ষুব্ধ হয়েছেন স্কারলেট। ৫০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। স্কারলেটের দাবি, ছবিতে তাঁর পারিশ্রমিক প্রেক্ষাগৃহে আয়ের লভ্যাংশের ওপর নির্ভর ছিল।

তা ছাড়া ডিজনি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির ১০০ দিনের মধ্যে অন্য প্ল্যাটফর্মে না আসার নিশ্চয়তা দিয়েছিল। ডিজনি কথা না রাখায় তিনি তাঁর যোগ্য পারিশ্রমিক পাননি। এমনকি ওটিটিতে ছবিটি চালানোর ব্যাপারে তারা নায়িকার সঙ্গে কথাও বলেনি।

এসব দাবি নাকচ করে দিয়ে ডিজনি জানিয়েছে, করোনার এই সময়ে দাবিগুলো ‘দুঃখজনক ও বিরক্তিকর’। এটা সত্য, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তির মাধ্যমে ‘ব্ল্যাক উইডো’ বাড়তি আয় করেছে। আর স্কারলেটকে চুক্তি অনুসারে ২ কোটি ডলার (প্রায় ১৭০ কোটি টাকা) বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে কবে, কোথায় মুক্তি দেওয়া হবে, এমন কোনো চুক্তি হয়নি।

করোনার কারণে এক বছরের বেশি সময় ‘ব্ল্যাক উইডো’র মুক্তি আটকে ছিল। সপ্তাহ কয়েক আগে মুক্তি পেয়ে বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ডিজনি প্লাসে ওপেনিং উইকএন্ডে প্রিমিয়াম অ্যাকসেসের মাধ্যমে আয় করে বাড়তি ৬ কোটি ডলার।

শিগগিরই প্রেক্ষাগৃহ ও ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্টের মতো তারকা অভিনীত ‘জঙ্গল ক্রুজ’। ফলে সতর্কবার্তা দিয়েছেন তাঁরাও। স্কারলেটের এই পদক্ষেপের পর এমা স্টোনও ‘ক্রুয়েলা’ ছবিটি একই সঙ্গে প্রেক্ষাগৃহ ও ওটিটিতে মুক্তির কারণে ডিজনির বিরুদ্ধে মামলা করবেন বলে ঘোষণা দিয়েছেন।

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে

অ্যানিমেশন থেকে এবার লাইভ অ্যাকশনে ‘মোয়ানা’

টম ক্রুজের হাতে উঠল সম্মানজনক অস্কার

সিনেমা বানিয়ে সর্বস্ব খুইয়েছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা

গ্র্যামিতে মনোনয়ন পেয়ে আপ্লুত ব্ল্যাকপিঙ্কের রোজে

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের