হোম > বিনোদন > হলিউড

ব্যাটম্যান তারকা কেভিন কনরয় মারা গেছেন

ব্যাটম্যান তারকা কেভিন কনরয় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে ৬৬ বছর বয়সী এই তারকার মৃত্যুর খবর দিয়েছে বিবিসি।

১৯৯২ সালে ব্যাটম্যানের চরিত্রে কণ্ঠ দিয়ে অভিনয়জগতে প্রবেশ করেন কেভিন কনরয়। ‘ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড’ সিরিজে তাঁর কণ্ঠে ব্রুস ওয়েন দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর থেকে ১৫টি চলচ্চিত্র এবং চার শতাধিক টেলিভিশন পর্বে ব্যাটম্যানকে প্রতিনিধিত্ব করেছেন কেভিন।

ব্যাটম্যানকে নিয়ে তৈরি হওয়া একাধিক ভিডিও গেমে কেভিনের কণ্ঠস্বর কয়েক প্রজন্মের কাছে জনপ্রিয় ছিল।

কেভিনের এজেন্ট স্টিভেন নেইবার্ট বিবিসিকে বলেন, ‘ভয়েসওভার জগৎ এক মহান ব্যক্তিকে হারালো। ২৫ বছরের বেশি সময় ধরে তাঁর সঙ্গে কাজ করেছি। তাঁর মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত।”

কনরয়কে ‘প্রিয় বন্ধু’ হিসেবে অভিহিত করে হলিউডের কাস্টিং ডিরেক্টর আন্দ্রেয়া রোমানো বলেন, ‘কেভিনের উষ্ণ হৃদয়, আনন্দদায়ক গভীর হাসি এবং তাঁর বিশুদ্ধ ভালোবাসা চিরকাল আমার সঙ্গে থাকবে।’

হলিউডের শীর্ষ প্রযোজক কোম্পানি ওয়ার্নার ব্রাদার্সের সহযোগী প্রতিষ্ঠান ডিসি কমিকস এক প্রতিক্রিয়ায় বলেছে, ‘এই খবরে আমরা গভীরভাবে দুঃখিত।’ 

১৯৫৫ সালে নিউইয়র্কে জন্ম নেওয়া কেভিন বেড়ে উঠেছেন কানেট্টিকাটে। ১৯৮০-এর দশকে পুরোপুরি অভিনয়ে নেমে পড়েন তিনি।

‘ডায়নাস্টি’, ‘ট্যুর অব ডিউটি’, ‘ওহারা’র মতো একাধিক টিভি সিরিজে কাজ করে সুনাম কুড়িয়েছেন তিনি।

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে