ব্যাটম্যান তারকা কেভিন কনরয় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে ৬৬ বছর বয়সী এই তারকার মৃত্যুর খবর দিয়েছে বিবিসি।
১৯৯২ সালে ব্যাটম্যানের চরিত্রে কণ্ঠ দিয়ে অভিনয়জগতে প্রবেশ করেন কেভিন কনরয়। ‘ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড’ সিরিজে তাঁর কণ্ঠে ব্রুস ওয়েন দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর থেকে ১৫টি চলচ্চিত্র এবং চার শতাধিক টেলিভিশন পর্বে ব্যাটম্যানকে প্রতিনিধিত্ব করেছেন কেভিন।
ব্যাটম্যানকে নিয়ে তৈরি হওয়া একাধিক ভিডিও গেমে কেভিনের কণ্ঠস্বর কয়েক প্রজন্মের কাছে জনপ্রিয় ছিল।
কেভিনের এজেন্ট স্টিভেন নেইবার্ট বিবিসিকে বলেন, ‘ভয়েসওভার জগৎ এক মহান ব্যক্তিকে হারালো। ২৫ বছরের বেশি সময় ধরে তাঁর সঙ্গে কাজ করেছি। তাঁর মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত।”
হলিউডের শীর্ষ প্রযোজক কোম্পানি ওয়ার্নার ব্রাদার্সের সহযোগী প্রতিষ্ঠান ডিসি কমিকস এক প্রতিক্রিয়ায় বলেছে, ‘এই খবরে আমরা গভীরভাবে দুঃখিত।’
১৯৫৫ সালে নিউইয়র্কে জন্ম নেওয়া কেভিন বেড়ে উঠেছেন কানেট্টিকাটে। ১৯৮০-এর দশকে পুরোপুরি অভিনয়ে নেমে পড়েন তিনি।
‘ডায়নাস্টি’, ‘ট্যুর অব ডিউটি’, ‘ওহারা’র মতো একাধিক টিভি সিরিজে কাজ করে সুনাম কুড়িয়েছেন তিনি।