হোম > বিনোদন > হলিউড

শেষের পথে নেটফ্লিক্সের ‘স্ট্রেঞ্জার থিংস’

বিনোদন ডেস্ক

নেটফ্লিক্সে ইংরেজি ভাষার সবচেয়ে জনপ্রিয় সিরিজ ‘ওয়েডনেসডে’। এর পরেই রয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর নাম। ২০১৬ সালের জুলাইয়ে এসেছিল স্ট্রেঞ্জার থিংসের প্রথম সিজন। ম্যাট ডাফার ও রস ডাফার পরিচালিত সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর পর্যায়ক্রমে এসেছে স্ট্রেঞ্জার থিংসের আরও চারটি সিজন। বন্ধুত্ব, কিশোর অ্যাডভেঞ্চার, অলটারনেট ডাইমেনশন, ভৌতিক, থ্রিলার ও আশির দশকের নষ্টালজিয়ায় ভরপুর সিরিজটি অবশেষে শেষ হতে চলেছে।

গতকাল স্ট্রেঞ্জার থিংসের পঞ্চম সিজনের ট্রেলার প্রকাশ করেছে নেটফ্লিক্স। এ সিজনের ট্রেলারে আগের পর্বগুলোর গুরুত্বপূর্ণ অনেক ঘটনায় নজর ফেরানো হয়েছে। বোঝাই যাচ্ছে, আগের সব রহস্যের সমাধান হবে এবার।

এবারের সিজনেও মিলি ববি ব্রাউনকে দেখা যাবে এলিভেন বা জেন হপারের চরিত্রে। এ ছাড়া, অন্যান্য চরিত্রে আরও অভিনয় করবেন ফিন উলফহার্ড, স্যাডি সিঙ্ক, ক্যালেব ম্যাকলাফলিন, গ্যাটেন মাতারাজ্জো, নোয়া স্ক্যানাপ প্রমুখ। ‘টার্মিনেটর’খ্যাত অভিনেত্রী লিন্ডা হ্যামিলটনকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।

সিরিজটি নিয়ে নির্মাতা রস ডাফার হলিউড রিপোর্টারকে বলেন, ‘আমরা প্রায় এক বছর কাটিয়েছি শেষ সিজনের শুটিংয়ে। শেষ পর্যন্ত ৬৫০ ঘণ্টার বেশি ফুটেজ শুট করা হয়েছে। এটা আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সিজন। আটটি পর্ব বলতে গেলে আটটি ব্লকবাস্টার সিনেমা।’

তিনটি ভাগে প্রচারিত হবে শেষ সিজন। ২৭ নভেম্বর আসবে পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব, পরের তিনটি আসবে ২৬ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর শেষ পর্ব প্রচারের মধ্য দিয়ে সমাপ্ত হবে স্ট্রেঞ্জার থিংসের দীর্ঘ নয় বছরের পথচলা।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়