হোম > বিনোদন > হলিউড

‘ওয়ান্ডার ম্যান’ এর সেটে দুর্ঘটনা, ক্রু সদস্যের মৃত্যু

আসন্ন মার্ভেল সিরিজ ‘ওয়ান্ডার ম্যান’ এর শুটিংয় ঘটেছে বড় দুর্ঘটনা। আর তাতে মৃত্যু হয়েছে একজন ক্রু সদস্যের। গতকাল মঙ্গলবার র‌্যাডফোর্ড স্টুডিওতে দুর্ঘটনাটি ঘটেছে। মার্কিন ভিত্তিক সংবাদমাধ্যম আউটলেটের প্রতিবেদন থেকে জানা গেছে, রাফটার থেকে পড়ে ওই ক্রু সদস্য মারা গেছেন।

মার্ভেল স্টুডিওর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি তার পরিবার এবং বন্ধুদের এবং এই দুর্ঘটনার তদন্তের পেছনে আমাদের সমর্থন রয়েছে’।

লিফোর্নিয়া ডিভিশন অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ তদন্ত চালাচ্ছে। নেপথ্যের কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন (আইএটিএসই) এর প্রেসিডেন্ট ম্যাথিউ ডি. লোয়েব এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আইএ পরিবারের প্রত্যেকেই এই মর্মান্তিক ক্ষতির জন্য মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। আমরা আমাদের সদস্যের পরিবার, এবং তার সহকর্মী সদস্য এবং সহকর্মীদের সমর্থন করার জন্য কাজ করছি।’

গত বছরের জুলাইয়ে রাইটার্স গিল্ড অব আমেরিকার (ডব্লিউজিএ) ধর্মঘটের কিছু আগে ‘ওয়ান্ডার ম্যান’ সিনেমার চিত্রগ্রহণ শেষ হয়েছে। সিরিজটিতে আরও বেশ কিছু কাজ বাকি আছে। একটি সূত্র জানিয়েছে যে, বেশির ভাগ অংশের শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়