ঢাকা: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ‘নোম্যাডল্যান্ড’ প্রদর্শিত হওয়ার পরই সাড়া ফেলে। স্পটলাইটে আসেন ৩৯ বছর বয়সী পরিচালক ক্লোয়ি ঝাও। এরপর গোল্ডেন গ্লোব জয়। জিতেই ইতিহাস গড়লেন। গ্লোডেন গ্লোবের ৭৮ বছরের ইতিহাসে প্রথম এশিয় নারী হিসেবে এবং সর্বোপরি দ্বিতীয় নারী হিসেবে পরিচালক বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন। ‘গোল্ডেন গ্লোব’, ‘বাফটা’-তে সেরা পরিচালক অস্কারের ক্ষেত্রেও ইতিহাস গড়েছেন। ৯৩ বছরের ইতিহাসের তুলনায় খুব বেশি দিন হয়নি নারী পরিচালকের অস্কার স্পর্শের। দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালকের অস্কার জেতেন চীনা বংশোদ্ভূত এই নারী পরিচালক।
চুলে দুই বিনুনি করে সিনেমাটোগ্রাফার জীবনসঙ্গী জসুয়া জেমস রিচার্ডসকে নিয়ে অস্কারের রেড কার্পেটে দেখা দেন তিনি।
অস্কারে সেরা পরিচালকের পুরস্কার জিতে গতবারের অস্কারজয়ী বং জুন হো যে ক্লোয়ি ঝাওয়ের নাম উচ্চারণ করলেন। উচ্ছ্বাসের বাড়াবাড়ি ছিল না, যেন প্রত্যাশিতই ছিল এই জয়। জানালেন, ছোটবেলা থেকেই তিনি গল্প শুনে বড় হয়েছেন।
২০১৩ সালে এক সাক্ষাৎকারে ক্লোয়ি ঝাও বলেছিলেন, যখন তিনি টিনএজ ছিলেন চীনের সব জায়গা মিথ্যায় ভরা ছিল। গত বছরের ডিসেম্বরে দেওয়া সাক্ষাৎকারে ক্লোয়ি ঝাও বলেন, আমেরিকাই এখন তার দেশ। পুরনো সেসব সাক্ষাৎকারগুলোই নতুন করে আলোচনায় উঠে এসেছে। আর ধারণা করা হচ্ছে সেসব কারণেই নিজ দেশে বিতর্কিত তিনি।
পরিচালক হিসেবে এটি তাঁর তিন নম্বর ছবি। এর আগে তাঁর পরিচালনায় ২০১৫ সালে ‘সংস মাই ব্রাদার টট মি’ ও ২০১৭ সালে ‘দ্য রাইডার’ মুক্তি পেয়েছিল। ২০২১ সালে মুক্তি পাবে তাঁর চতুর্থ ছবি, কেভিন ফ্রিজের প্রযোজনায় ‘মার্ভেলস’ –এর সুপারহিরো ছবি ‘দ্য এটারনালস’।
আরও পড়ুন: