হোম > বিনোদন > হলিউড

এবার ওটিটিতে আসছে ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’

গত বছর যতগুলো সিনেমা বিশ্বব্যাপী ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেছিল তার মধ্যে ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ অন্যতম। সিনেমাটি আগামী ১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্ট্রিমিং প্ল্যাটফর্মটি টুইট করে এ তথ্য জানিয়েছে।

মারভেলের ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ বক্স অফিসে এখনো রাজত্ব করছে। সুপারহিরো সিক্যুয়াল চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনে ৪ হাজার ৩৯৬টি প্রেক্ষাগৃহ থেকে তুলে ফেলে ৮ কোটি ৪০ লাখ ডলার।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রায়ান কুগলার। এতে অভিনয় করেছেন—লুপিটা নিয়োঙ্গো, ডানাই গুরিরা, মার্টিন ফ্রিম্যান, লেটিশিয়া রাইট, উইনস্টন ডুক, অ্যাঞ্জেলা ব্যাসেট এবং ডমিনিক থর্ন।

এই গল্পে আবির্ভাব হয় আরও একটি নতুন মার্ভেল চরিত্রের—আয়রনহার্ট। এই চরিত্রে অভিনয় করেছেন ডমিনিক থর্ন।

সিনেমাটির গল্প ছাড়াও এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, কস্টিউম ডিজাইন, ভিজ্যুয়াল এফেক্ট প্রশংসা কুড়িয়েছে।

মারভেলের প্রথম আফ্রিকান সুপারহিরো ব্ল্যাক প্যান্থারের প্রথম কিস্তিও বাজিমাত করেছিল। মাত্র ১১ দিনে চলচ্চিত্রটি বক্স অফিসে তুলে ফেলেছিল ১০০ কোটি ডলার। চলচ্চিত্রটির প্রথম কিস্তিতে ব্ল্যাক প্যান্থার চরিত্রে অভিনয় করেন চ্যাডউইক বোসম্যান। এই অভিনেতা ২০২০ সালের আগস্টে কোলন ক্যানসারে মারা যান। এমনকি সেরা ছবির অস্কারের জন্য মনোনীত প্রথম সুপারহিরো সিনেমা এটি। এ ছাড়া নির্মাণ বৈচিত্র্যের জন্যও একটি সাংস্কৃতিক মাইলফলক।

ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার এখন পর্যন্ত আয় করেছে ৮০ কোটি ৩ লাখ ডলার।

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে

অ্যানিমেশন থেকে এবার লাইভ অ্যাকশনে ‘মোয়ানা’

টম ক্রুজের হাতে উঠল সম্মানজনক অস্কার

সিনেমা বানিয়ে সর্বস্ব খুইয়েছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা

গ্র্যামিতে মনোনয়ন পেয়ে আপ্লুত ব্ল্যাকপিঙ্কের রোজে

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের

বিয়ের গুঞ্জনের মধ্যেই টম ক্রুজ ও আনা ডি আরমাসের সম্পর্কচ্ছেদের খবর