হোম > বিনোদন > হলিউড

এবার ওটিটিতে আসছে ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’

গত বছর যতগুলো সিনেমা বিশ্বব্যাপী ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেছিল তার মধ্যে ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ অন্যতম। সিনেমাটি আগামী ১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্ট্রিমিং প্ল্যাটফর্মটি টুইট করে এ তথ্য জানিয়েছে।

মারভেলের ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ বক্স অফিসে এখনো রাজত্ব করছে। সুপারহিরো সিক্যুয়াল চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনে ৪ হাজার ৩৯৬টি প্রেক্ষাগৃহ থেকে তুলে ফেলে ৮ কোটি ৪০ লাখ ডলার।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রায়ান কুগলার। এতে অভিনয় করেছেন—লুপিটা নিয়োঙ্গো, ডানাই গুরিরা, মার্টিন ফ্রিম্যান, লেটিশিয়া রাইট, উইনস্টন ডুক, অ্যাঞ্জেলা ব্যাসেট এবং ডমিনিক থর্ন।

এই গল্পে আবির্ভাব হয় আরও একটি নতুন মার্ভেল চরিত্রের—আয়রনহার্ট। এই চরিত্রে অভিনয় করেছেন ডমিনিক থর্ন।

সিনেমাটির গল্প ছাড়াও এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, কস্টিউম ডিজাইন, ভিজ্যুয়াল এফেক্ট প্রশংসা কুড়িয়েছে।

মারভেলের প্রথম আফ্রিকান সুপারহিরো ব্ল্যাক প্যান্থারের প্রথম কিস্তিও বাজিমাত করেছিল। মাত্র ১১ দিনে চলচ্চিত্রটি বক্স অফিসে তুলে ফেলেছিল ১০০ কোটি ডলার। চলচ্চিত্রটির প্রথম কিস্তিতে ব্ল্যাক প্যান্থার চরিত্রে অভিনয় করেন চ্যাডউইক বোসম্যান। এই অভিনেতা ২০২০ সালের আগস্টে কোলন ক্যানসারে মারা যান। এমনকি সেরা ছবির অস্কারের জন্য মনোনীত প্রথম সুপারহিরো সিনেমা এটি। এ ছাড়া নির্মাণ বৈচিত্র্যের জন্যও একটি সাংস্কৃতিক মাইলফলক।

ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার এখন পর্যন্ত আয় করেছে ৮০ কোটি ৩ লাখ ডলার।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়