হোম > বিনোদন > হলিউড

অস্কারজয়ী ফিলিস্তিনি পরিচালককে পেটাল ইসরায়েলি সেটলাররা, পরে নিয়ে গেল সেনাবাহিনী

অস্কারের মঞ্চে ‘নো আদার ল্যান্ড’-এর নির্মাতারা। ছবি: এএফপি

চলতি বছর দ্য একাডেমি অ্যাওয়ার্ড অস্কারে সেরা ডকুমেন্টারির পুরস্কার জেতা ‘নো আদার ল্যান্ড’–এর ফিলিস্তিনি পরিচালক হামদান বাল্লালকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন প্রামাণ্যচিত্রটির আরেক পরিচালক ও ইসরায়েলি সাংবাদিক ইয়ুভাল আব্রাহাম।

পোস্টটিতে তিনি জানান, ইসরায়েলি সেনাবাহিনী তাঁকে গ্রেপ্তারের আগে পশ্চিম তীরের দখলদাররা তাঁকে পিটিয়ে আহত করে। তিনি লিখেছেন, ‘একদল ইসরায়েলি দখলদার প্রামাণ্যচিত্র নো আদার ল্যান্ডের পরিচালক হামদান বাল্লালকে পিটিয়ে গুরুতর আহত করে। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। পেটেও গুরুতর আঘাত পান তিনি। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে তাঁকে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’

মানবাধিকার সংগঠন সেন্টার ফর জিউইশ নন–ভায়োলেন্স প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মুখোশধারী এক দখলদার রাতের অন্ধকারে একটি মাঠে সংগঠনটির দুই কর্মীকে ধাক্কা দিচ্ছেন এবং ঘুষি মারার চেষ্টা করছেন। বিপদ এড়াতে দ্রুত নিজেদের গাড়ির দিকে ছুটে যান তাঁরা। গাড়িতে ওঠার পরও ক্রমাগত তাঁদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে ১০ থেকে ২০ জন দখলদার। হামদান তো বটেই, ইহুদি কর্মীদের ওপরও চড়াও হয় দখলদাররা।

যারা ওই স্থান থেকে ফিরে আসতে পেরেছেন তাঁরা বলছেন, হামদানকে কোথায় নেওয়া হয়েছে সে ব্যাপারে তাঁদের কোনো ধারণাই নেই। সংগঠনটির কর্মী জশ কিমেলম্যান বলেন, ‘আমরা জানি না, হামদান কোথায়। ওকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে।’

এ ইস্যুতে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে।

হামদান বাল্লাল ও ইয়ুভাল আব্রাহামসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার কর্মী ও পরিচালকের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয় প্রামাণ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’। দ্য একাডেমি অ্যাওয়ার্ডের ৯৭তম আসরে বেস্ট ডকুমেন্টারি ফিচার ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় সেটি।

ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির প্রধান উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।

প্রামাণ্যচিত্রটি ২০২৪ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কার জেতে। তবে স্বভাবতই ইসরায়েল ও আন্তর্জাতিক বিভিন্ন মহলে বিতর্কও সৃষ্টি করেছে চলচ্চিত্রটি।

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম