হোম > বিনোদন > হলিউড

আবারও স্থগিত ‘মিশন ইম্পসিবল’ সিনেমার শুটিং

হলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’। আসতে যাচ্ছে এর অষ্টম কিস্তি। ইতিমধ্যেই এর বাজেট ছাড়িয়েছে ৪ হাজার কোটি টাকা। এখনো পর্যন্ত এটাই সব থেকে বড় বাজেটের সিনেমা। সাবমেরিনে চলছিল সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের শুটিং। তবে কিছু সমস্যা হওয়ায় সেই দৃশ্যের শুটিং সম্ভব হয়নি। সাবমেরিন আবার সারিয়ে তারপর শুরু হবে শুটিং। তার জন্য অপেক্ষা করতে হবে বেশ কয়েক সপ্তাহ।

এমনিতেই সিনেমাটির বাজেট নিয়ে চিন্তায় ছিলেন নির্মাতারা। তার ওপর এই বাড়তি খরচ তাঁদের ভাবাচ্ছে। সিনেমার বাজেট এখন পর্যন্ত প্রায় ৪০০ মিলিয়ন ডলার, যা হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।

বারবার এই দেরি হওয়ায় প্রোডাকশন টিম বিরক্ত। যত দেরি হবে, ততই টাকার অঙ্কটা বাড়তে থাকবে। ‘মিশন ইম্পসিবল’-এর অষ্টম পর্ব এ বছর গ্রীষ্মে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এখন শোনা যাচ্ছে এটা মুক্তি পাবে ২০২৫-এর মে মাসে।

গত বছর হলিউড রাইটারদের স্ট্রাইকের জন্য বেশ কিছুটা সময় পিছিয়ে যায় সিনেমাটির শুটিং। এই বছর ফের মার্চে কাজ শুরু হয়। কিন্তু বারবার বাজেট বেড়ে গেলে নির্মাতারা শেষ পর্যন্ত কী করবেন তা নিয়ে চিন্তায় কলাকুশলীরা।

প্রসঙ্গত, ‘মিশন ইম্পসিবল’-এর ৮ নম্বর এই সিনেমা একেবারে প্রথম সিনেমাটির সরাসরি সিক্যুয়েল হতে চলেছে। সিনেমাটিতে প্রোটাগনিস্ট ইথান হান্টের চরিত্রে ফিরছেন টম ক্রুজ। নায়কের পাশাপাশি রেবেকা ফার্গুসন, ভেনেসা কার্বির মতো অভিনেতারাও রয়েছেন এই সিনেমায়।

পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্রিস্টোফার ম্যাককুয়েরি। ২০১৫ সালে এই বিগ বাজেট ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার পরে তাঁর পরিচালনায় এটি চতুর্থ সিনেমা হতে যাচ্ছে। ১৯৯৬ সালে ব্রায়ান দে পালমার পরিচালনায় দেখা গিয়েছিল প্রথম এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা।

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন