হোম > বিনোদন > হলিউড

যে চরিত্রে অভিনয়কে ‘ভুল’ মনে করেন এডি

ব্রিটিশ তারকা এডি রেডমেইন একটি চরিত্রে অভিনয় করাকে তাঁর জীবনের ভুল সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। ওই চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়নের ছোট্ট তালিকায় নাম উঠেছিল তাঁর। যদিও শেষ পর্যন্ত সোনালি ট্রফি তাঁর হাতে ওঠেনি। এখন তিনি বলছেন, ওই চরিত্রে অভিনয়ই ছিল তাঁর ‘ভুল’। 

সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান এডি রেডমেইন। ব্রিটিশ এই অভিনেতা বলেন, ‘আমি সচেতনভাবে কাজটি করেছিলাম। কিন্তু আমি আর এখন বিষয়টি নিতে পারি না। আমার মনে হয় এটা আমার একটি ভুল সিদ্ধান্ত ছিল।’ 

২০১৫ সালে ‘ড্যানিশ গার্ল’ চলচ্চিত্রের ‘লিলি এলবে’ নামের চরিত্রে অভিনয় করেছিলেন এই তারকা অভিনেতা। লিলি এলবে বিশ্বের প্রথম ব্যক্তি ছিলেন, যিনি চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছিলেন। এই চরিত্রে অভিনয়ের জন্য রেডমেইন প্রশংসিত হয়েছিলেন। এর আগের বছরই অবশ্য এই অভিনেতা ‘থিওরি অব এভরিথিং’ চলচ্চিত্রে স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান। 

রেডমেইনের মতে, ‘ড্যানিশ গার্ল’ ছবিটির ওই চরিত্র অধিকাংশ দর্শকই ভালোভাবে নেয়নি। তিনি বলেন, ‘এ বিষয়ে একটা সমঝোতায় আসতে হবে আমাদের। অন্যথায় এই তর্ক চলতেই থাকবে।’ 

অস্কারজয়ী এই অভিনেতা আরও বলেন, ‘প্রত্যেক অভিনেতারই যেকোনো চরিত্রের সূক্ষ্ম অংশ ফুটিয়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত সৎ থাকা উচিত। একজন অভিনেতা হিসেবে এটি তাঁর দায়িত্ব।’ 

এডি রেডমেইন বলছেন, একটি মহৎ উদ্দেশ্য থেকেই ওই চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাঁর প্রত্যাশা ছিল, এ চরিত্রে অভিনয়ের পর সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনার ক্ষেত্রে আরও অনেকে এগিয়ে আসবেন। তবে এখন এ নিয়ে তাঁর আছে শুধুই আফসোস।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়