হোম > বিনোদন > হলিউড

১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ উইল স্মিথ

কমেডিয়ান ক্রিস রককে চড় মারার দায়ে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হলো অভিনেতা উইল স্মিথকে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স অস্কার পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গতকাল শুক্রবার একটি বৈঠকে বসে এই সংস্থা। সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। 

একটি বিবৃতিতে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের প্রেসিডেন্ট ডেভিড রুবিন ও নির্বাহী কর্মকর্তা ডন হাডসন বলেন, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ৮ এপ্রিল, ২০২২ থেকে ১০ বছরের জন্য স্মিথকে একাডেমির কোনো ইভেন্ট বা প্রোগ্রামে যোগদানের অনুমতি দেওয়া হবে না। 

স্ত্রীকে জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা মেনে নিতে না পেরে গত ২৭ মার্চ অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। তাঁর এই আচরণের জন্য ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চান তিনি। পরে অস্কার থেকে পদত্যাগও করেন স্মিথ। তবে ক্ষমা প্রার্থনা করেও রেহাই পেলেন না এ বছরের অস্কারজয়ী অভিনেতা। 

উল্লেখ্য, এবারের আসরে ‘কিং রিচার্ড’-এর অভিনয়ের জন্য স্মিথ সেরা অভিনেতার পুরস্কারে মনোনীত হয়েছিলেন। 

এদিকে অ্যাকাডেমির বোর্ড অব গভর্নরের সদস্য অভিনেতা হুপি গোল্ডবার্গ আগেই জানিয়েছিলেন স্মিথকে চড়-কাণ্ডের ফল ভুগতে হবে। তবে ওই ঘটনার ভুক্তভোগী ক্রিস এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।

উইল স্মিথ সম্পর্কিত পড়ুন:

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস