হোম > বিনোদন > হলিউড

রককে বড়দিনের মেকআপে সাজাল দুই মেয়ে, ভিডিও ভাইরাল

বাবা-মেয়ের সম্পর্কটা বিশেষ। মানুষ তার অভিজ্ঞতা থেকেই এটা জানে। আর এখন তো ইন্টারনেটে অসংখ্য ভিডিওতে সেই প্রমাণ হাতেনাতেই পাওয়া যাচ্ছে। এমন একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন ‘দ্য রক’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। ভিডিওতে দেখা যাচ্ছে দুই শিশুকন্যা তাঁকে বড়দিনের মেকআপে সাজাচ্ছে।

রক ভিডিওটি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ভিডিওতে দেখা যাচ্ছে, কন্যা জেসমিন ও টিয়ানা রককে পরিয়ে দিয়েছে সোনালি পরচুলা, একপাশে নীল এবং আরেক পাশে লাল রং করা। তিনি সোফায় বসে আছেন। দুই মায়ে গায়ের ওপর পড়ে মুখে মেকআপ লাগিয়ে দিচ্ছে। রক মেয়েকে কীভাবে মেকআপ করতে হয় তা জিজ্ঞেস করছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘ওয়াও। এখানে এত জোরে টিপতে হবে?’ বড় মেয়ে জেসমিন জবাবে বলছে, ‘হ্যাঁ, এভাবে মেকআপ করতে হয়।’ 

পরে রককে বলতে শোনা যায়, ‘আমাকে কি দারুণ লাগছে? কথা দিচ্ছি, আমি চুপচাপ থাকব।’ ছোট মেয়ে টিয়ানা তাকে বলে, ‘হুম, তোমাকে সুন্দর দেখাচ্ছে।’

ভিডিওটির ক্যাপশনে রক লিখেছেন, ‘সাত সকালে আমার দুই টর্নেডোকে নিয়ে বাড়ি ফিরেছিলাম। সকাল ৮টার মধ্যে তারা বড়দিনের আগে দাওয়ান্তা ক্লজকে (শান্তা ক্লজ!) একটি মেকওভার দেওয়ার জন্য জোরাজুরি শুরু করে। আমি এখনো নিজেকে আয়নায় দেখিনি। তবে এখন যেমনটি অনুভব করছি তেমনটাই সুন্দর যদি দেখায় তাহলে আমি শিশুদের মন জয় করতে পেরেছি।’ 

শেয়ার করার পর থেকে এখন পর্যন্ত ভিডিও ক্লিপটি ৬ কোটি ২৩ লাখের বেশিবার দেখা হয়েছে, লাইক পড়েছে ৬১ লাখের বেশি। 

নেটিজেনরা ভিডিওটি বেশ উপভোগ করছেন। অনেকে বলছেন—‘ওরা তো খুব মিষ্টি!’ , ‘বিশ্বের সেরা অনুভূতি! উপভোগ করুন।’ , ‘আপনি রক বা যেই হোন না কেন, আপনি প্রথমে একজন বাবা।’

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে