হোম > বিনোদন > হলিউড

টম ক্রুজের ভক্ত বলে কথা!

‘মিশন ইমপসিবল’ ছবির শুটিংয়ে টম ক্রুজ এখন লন্ডনে। কাজের ফাঁকে এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন টম। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। রেস্তোরাঁর বাইরে ঘণ্টাখানেকের মধ্যে ভিড় জমে যায়। খবর পেয়ে এসে যায় পুলিশও। কিন্তু ভক্তরা পুলিশের বারণ মানতে নারাজ। শেষে টম পুলিশকে অনুরোধ করেন ভক্তদের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়ার। টম ভক্তদের উদ্দেশে বলেন, ‘যে যাঁর জায়গায় দাঁড়িয়ে থাকুন। আমিই আপনাদের কাছে আসব।’ টম একে একে সব ভক্তের সঙ্গে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কথা বলেন এবং ভক্তদের প্রশ্নের উত্তরও দেন। সেখানে ঘণ্টাখানেক সময় দেন তিনি।

ধুন্ধুমার অ্যাকশনের ছবি ‘মিশন ইমপসিবল’–এর শুটিং করোনার প্রথম ঢেউয়ে বন্ধ ছিল। করোনার প্রকোপ কমে এলে আবার শুরু হয় কাজের তোড়জোড়। অবশেষে এই সপ্তাহে লন্ডনে শুরু হচ্ছে শুটিং।

স‌র্বোচ্চ ব‌্যবসাসফল সিনেমার অভিনেত্রী জো সালদানা

তারকাখচিত গোল্ডেন গ্লোবসের মঞ্চে সেরা হলেন যাঁরা

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা