হোম > বিনোদন > হলিউড

হলিউডের বর্ষীয়ান অভিনেতা বার্ট ইয়ংয়ের মৃত্যু

হলিউডের প্রবীণ অভিনেতা বার্ট ইয়ং মারা গেছেন। গত ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রয়াত হন বার্ট। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। গত বুধবার নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন তাঁর মেয়ে অ্যান মোরিয়া স্টেইনজিজার।

১৯৭৬ ‘রকি’ ছবিতে অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের শ্যালকের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন বার্ট। এরপর হলিউডের আরও বেশ কিছু কালজয়ী সিনেমায় অভিনয় করেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা, চায়না টাউন, উইন উইন এবং ব্যাক টু স্কুল এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

বার্ট ইয়ংয়ের মৃত্যু সংবাদ প্রকাশিত হওয়ার পর দ্রুতই তা ছড়িয়ে যায়। প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানান সিলভার স্ট্যালন। ইনস্টাগ্রামে বার্টের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘আমার প্রিয় বন্ধু বার্ট ইয়ং, তুমি একজন অসাধারণ মানুষ এবং শিল্পী। আমি এবং এই পৃথিবীর মানুষ তোমাকে খুব মিস করবে।’

১৯৭০ সালে ‘কার্নিভ্যাল অফ ব্লাড’ ছবির মাধ্যমে সিনেমায় পা রাখেন বার্ট। তবে ১৯৭৬ সালে স্ট্যালনের সঙ্গে মুক্তিপ্রাপ্ত ‘রকি’ ছবি তাকে রাতারাতি প্রচারের আলোয় নিয়ে আসে। এই ছবিতে সেরা সহশিল্পী হিসাবে অস্কারে মনোনীত হয়েছিলেন তিনি।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়