অস্কার অনুভূতি
চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ওরফে অস্কারের ৯৩তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হলো আজ (২৬ এপ্রিল)। এবার সেরা ছবি হয়েছে ‘নোম্যাডল্যান্ড’ , আর সেই সূত্রে সেরা পরিচালক হয়ে ইতিহাস গড়লেন চীনা পরিচালক ক্লোয়ি ঝাও। দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কার পেলেন তিনি।
‘নোম্যাডল্যান্ড’ -এর গল্পটা ফার্ন নামের এক নারীকে ঘিরে। আমেরিকার মহামন্দার সময় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন ষাটে পা দেওয়া ফার্ন। এরপর ছুটে যান পশ্চিমে। বেছে নেন এ যুগের যাযাবর জীবন। আর ফার্নের চরিত্রটাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলে সেরা অভিনেত্রীর অস্কারটা বাগিয়ে নিয়েছেন ফ্রান্সেস ম্যাকডোরমান্ড। এ নিয়ে তিনটি অস্কার পেলেন এ অভিনেত্রী। তিনটিই পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে (আগের দুটি ছবি হলো- ‘ফারগো’ , ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং মিসৌরি’।
‘দ্য ফাদার’ ছবিতে ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন অ্যান্থনি হপকিন্স। একইসঙ্গে তিনি আবার অস্কারজয়ী সবচেয়ে বেশি বয়সী অভিনেতাও।
অস্কার প্রাপ্তির পর কলাকুশলীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেছেন:
‘প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার শুভাকাঙ্খীদের। আমি গর্বিত। তবে খুব অবাক হয়েছি। আমার কোনো প্রত্যাশাই ছিল না। খুব করে চাচ্ছিলাম প্রয়াত চ্যাডউকি যেন পুরস্কারটা পায়। এই পুরস্কার আমি চ্যাডউইককে উৎসর্গ করছি।’
অ্যান্থনি হপকিন্স, সেরা অভিনেতা
‘আমার কিছু বলার নেই। আমার রয়েছে এক ধারালো তলোয়ার। আর সেটিই আমার বর্ণমালা। আপনারা জানেন, আমাদের সেই ধারালো অস্ত্র কী! সেটি আমাদের কাজ, আমাদের অভিনয়। সেটিই যা বলার বলে। আমার আজ তাই কিছু বলার নেই।’
ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড, সেরা অভিনেত্রী
ক্লোয়ি ঝাও, সেরা পরিচালক
এমারেল্ড ফেনেল, সেরা মৌলিক চিত্রনাট্য
থমাস ভিনটারবার্গ, পরিচালক, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র