মারা গেছেন হলিউড অভিনেতা রে স্টিভেনসন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। গত রোববার ইতালিতে মৃত্যু হয়েছে অভিনেতার। মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন অভিনেতার মুখপাত্র। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানানো হয়নি।
‘থর’, ‘কিং আর্থার’, ‘পানিশার: ওয়ার জোন’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন রে স্টিভেনসন। সম্প্রতি ভারতের এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমায় অভিনয় করে উপমহাদেশের সিনেমাপ্রেমীদের নজর কেড়েছিলেন তিনি। ‘আরআরআর’ সিনেমায় ব্রিটিশ গভর্নর চরিত্রে দেখা গেছে তাঁকে।
রে স্টিভেনসন ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুলে পড়েছেন। ব্রিটিশ টেলিভিশনে কাজ করার পর ১৯৯৮ সালে ‘দ্য থিওরি অব ফ্লাইট’-এর মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেন। ২০০৪ সালে প্রথমবারের মতো বড় চরিত্রে অভিনয়ের সুযোগ পান ‘কিং আর্থার’ সিনেমায়। এরপর একের পর এক জনপ্রিয় ছবিতে দেখা যায় তাঁকে।