হোম > বিনোদন > সিনেমা

বিচ্ছেদের ঘোষণা দিলেন আরিফিন শুভ

২০১৫ সালের ফেব্রুয়ারিতে কলকাতার মেয়ে অর্পিতা সমাদ্দারের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান অভিনেতা আরিফিন শুভ। সাড়ে নয় বছরের মাথায় এসে দাম্পত্য সম্পর্কে ইতি টানলেন তাঁরা। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে অর্পিতার সঙ্গে বিচ্ছেদের কথা জানান শুভ। অভিনেতা জানিয়েছেন, গত ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে হয়েছে তাঁদের।

ফেসবুকে আরিফিন শুভ লিখেছেন, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি। তারপরও মনে হলো, আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা—আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।’

শুভ আরও লেখেন, ‘অনেক চড়াই-উৎরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তাঁর প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।’

দর্শকদের উদ্দেশে শুভ লেখেন, ‘মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।’

সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলা ও নিহতদের ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন দেশের অনেক শোবিজ তারকা। তবে এ বিষয়ে এতদিন কোনো মন্তব্য করেননি শুভ। বিচ্ছেদের বিবৃতির শেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। শুভ লিখেছেন, ‘দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক।’

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’