নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’ মুক্তির এক যুগ পূর্ণ করল আজ শুক্রবার। ২০১১ সালের এই দিনে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল চলচ্চিত্রটি। ‘গেরিলা’র এক যুগ পূর্তিতে উচ্ছ্বসিত এই ছবির সঙ্গে সংশ্লিষ্টরা। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ‘গেরিলা’ নিয়ে বিশেষ উচ্ছ্বসিত। জয়া মনে করেন, ‘গেরিলা’র কারণেই তাঁর অভিনয়জীবনের মোড় ঘুরে গিয়েছিল। তাই চলচ্চিত্রটির এক যুগ পূর্তিতে তিনি নিরন্তর ভালোবাসা জানিয়েছেন নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফকে।
উচ্ছ্বাসিত জয়া আহসান লিখেছেন, ‘কিছু কিছু ছবি থাকে, অভিনয় জীবনজুড়ে যার বিস্তর প্রভাব, যা ভালো লাগার, মাঝে মাঝেই স্মৃতিতে উজ্জ্বল। কিন্তু কিছু ছবি অচিরেই জীবন হয়ে যায়। কিছু চরিত্রের হয়ে একটা অন্য জীবন বেছে নেওয়া যায়। এক যুগ আগে, এই দিনে মুক্তি পাওয়া, মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা ছবিটি তেমনি একটি ছবি। আর বিলকিস আমার কাছে তেমন একটি রক্ত-মাংসের চরিত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আজ আমার দেশে স্বাধীনতার আলো হয়ে প্রতি বাঙালির মনে জ্বলছে। সেই মুক্তিযুদ্ধের এমন বাঙ্ময় পরিবেশনা, সত্যি আজও শিহরিত হই।’
‘গেরিলা’কে তাঁর অভিনয়জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ছবি হিসেবেও উল্লেখ করে জয়া আহসান লিখেছেন, ‘নিরন্তর ভালোবাসা নাসিরউদ্দিন ইউসুফকে, আমার অভিনয়জীবনের মোড় ঘুরিয়ে দেয় গেরিলা। টেলিভিশন ছেড়ে আমাকে চলচ্চিত্রে যাত্রা শুরু করার সাহস দেয় গেরিলা।’