আজ মুক্তি পাচ্ছে শাকিব খান ঈদের প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। সিনেমাটি মুক্তির আগে গতকাল রাতে একটি বিশেষ বার্তা দিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। নিজের ফেসবুক পেজে প্রচারিত এই ভিডিওতে কী বার্তা দিলেন শাকিব?
ভিডিওর শুরুতে সবাইকে ‘তুফানি শুভেচ্ছা’ জানান শাকিব। এরপর এই নায়ক বলেন, ‘আশা করছি, এবার সবাই বন্ধুবান্ধব, স্বজন—সবাইকে নিয়ে দলে দলে দেখতে আসবেন “তুফান”। খুব উপভোগ করবেন।’
এ বিষয়ে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে শাকিব খান আরও বলেন, ‘আপনার পাশের সিটের কেউ যদি ভিডিও ধারণ করার চেষ্টা করে নিষেধ করুন, প্রয়োজনে হলো কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা নিন। রুখে দিন পাইরেসি, দেখিয়ে দিন তুফানই জোশ। পাইরেসিকে “না বলুন”। দেখা হবে সিনেমা হলে।’