হোম > বিনোদন > সিনেমা

অসুস্থ হয়ে হাসপাতালে মধুমিতা সরকার

পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার সকালে নিজের ইনস্টাগ্রামে অসুস্থতার খবর জানান অভিনেত্রী নিজেই।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে মধুমিতাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গেছে। অসুস্থতার মধ্যেও হাসিমুখে ছবি পোস্ট করে মধুমিতা লিখেছেন, ‘মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভালোভাবে সেরে উঠেছি। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।’

অসুস্থতার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে মধুমিতা জানান, তাঁর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে পেটে তীব্র যন্ত্রণা অনুভব করছিলাম। তারপর ডাক্তার দেখানোর পর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। তাই হাসপাতালে ভর্তি হই, রোববার আমার অস্ত্রোপচার হয়।’

মধুমিতা আরও বলেন, ‘আমার রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল। কিন্তু এখন ভালোভাবেই অস্ত্রোপচার হয়ে গেছে। ঈশ্বরের আশীর্বাদে এখন ভালো আছি।’

অভিনেত্রীকে আগামী কয়েক দিন হাসপাতালেই থাকতে হবে। বাড়িতে ফিরেও বিশ্রামে থাকতে হবে আরও কয়েক দিন। তাই এখনই শুটিং ফ্লোরে ফেরা হচ্ছে না তাঁর।

এই মুহূর্তে ‘চিনি ২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন মধুমিতা। শুটিংয়ের মধ্যে ছুটি কাটিয়ে এসেছেন তিনি। তারপরই আসে অসুস্থ হওয়ার খবর।

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম