হোম > বিনোদন > সিনেমা

দেশে ফিরে শাকিব বললেন, দুই সন্তানের জন্য আমার সব সময় ভালোবাসা আছে

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের পর আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

শাকিব খানের দেশে ফেরা উপলক্ষে সকাল থেকেই বিমানবন্দরে উপস্থিত হন সংবাদকর্মীরা। এ ছাড়া ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ, তপু খান, সাইফ চন্দন ও অনন্য মামুন সেখানে উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাকিব ‘প্রিয়তমা’র বিশ্বব্যাপী সাফল্য তুলে ধরেন। তিনি চান এই ধারা অব্যাহত রেখে আরও বিশ্বমানের সিনেমা দর্শকদের উপহার দিতে।

শাকিব খানের প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অভিনেত্রী অপু বিশ্বাস। অপু যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাঁদের।

বড় সন্তান আব্রামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছিলেন শাকিব খান। সেই প্রসঙ্গেও কথা বলেন শাকিব। শাকিব বলেন, ‘আব্রাম-শেহজাদ দুই সন্তানের জন্য আমার সব সময় ভালোবাসা আছে। আব্রামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।’

দেশে দর্শকপ্রিয়তার পর গত ৭ জুলাই আমেরিকায় মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সেখানেও হলিউডের সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টেনেছে সিনেমাটি। প্রিয়তমার মুক্তি উপলক্ষে গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে যান শাকিব। সেখানে দর্শকদের সঙ্গে হলে বসে ‘প্রিয়তমা’ উপভোগ করেন। একই সঙ্গে দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাস কাছ থেকে দেখে নিজেও আবেগাপ্লুত হন।

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

পর্দায় টমি মিয়া হবেন সাজ্জাদ হোসেন

শিল্পীদের বিদেশে স্থায়ী হওয়ার কারণ জানালেন মিশা সওদাগর

খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাচ্ছে সৌদি আরব

ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক আফসানা মিমি