হোম > বিনোদন > সিনেমা

ডাকাত হয়ে আসছেন মোশাররফ

প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ার মোশাররফ করিমের। এই দীর্ঘ সময়ে নানামাত্রিক চরিত্রে হাজির হয়েছেন তিনি। এবার তিনি আসছেন ডাকাত হয়ে। জানা গেছে, ‘বকুল ফুল’ নামের একটি ওয়েব ফিল্মে ডাকাত চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। এতে তাঁর সঙ্গী হয়েছেন তাসনুভা তিশা।

‘বকুল ফুল’ ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। লিখেছেন নাহিদ হাসনাত। প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আজ সন্ধ্যায় ‘বকুল ফুল’-এর ১৬ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করেছে চরকি।

তাতে দেখা যাচ্ছে, রাতের আঁধারে ঘন জঙ্গল পেরিয়ে হেঁটে আসছেন মোশাররফ। মাথায় চাদর জড়ানো। চারিদিকে সতর্ক চোখ। মনে হচ্ছে, এখনই কোনো কিছু ঘটতে চলেছে।

মানিকগঞ্জের জাফরগঞ্জে হয়েছে ‘বকুল ফুল’-এর শুটিং। সেখানে মাঝনদীতে আর ধু-ধু চরে শুটিং করেছেন তিনি।

নির্মাতা জানিয়েছেন, ছবিতে একেবারেই অন্য রকম মোশাররফ করিমকে দেখা যাবে। শুটিংয়ে তিনি ভীষণ খেটেছেন। টানা ৭২ ঘণ্টা শুটিং করার মতো ঘটনাও ঘটেছে।

এর আগে একই প্ল্যাটফর্মের দুটি ছবিতে ডাকাত চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও শ্যামল মাওলা। ডাকাত নিয়ে পরপর কয়েকটি ছবি তৈরি করছে চরকি। ‘বকুল ফুল’ সেই ধারাবাহিকতার একটি অংশ। দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাকাতির ঘটনা ছবিটির মূল প্রেক্ষাপট।

‘বকুল ফুল’ ওয়েব ফিল্মটি প্রচার হবে আগামী ২ ডিসেম্বর, চরকিতে।

দেখুন ‘বকুল ফুল’ ওয়েব ফিল্মের টিজার:

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা