হোম > বিনোদন > সিনেমা

‘টান’ নিয়ে আসছেন বুবলী-সিয়াম

শবনম বুবলী ও সিয়াম আহমেদ এই প্রথম জুটি হয়ে অভিনয় করেছেন ‘টান’ ওয়েব ফিল্মে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসছে ‘টান’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার রাত ৮টায় মুক্তি পাবে সিনেমাটি।

‘টান’ সিনেমার প্রথম টিজার প্রকাশের পর বুবলী-সিয়ামের রসায়ন ও লুক নিয়ে বেশ আলোচনা হয়েছে। দর্শকরাও সেটা লুফে নিয়েছেন।

সিয়াম ও বুবলীর সঙ্গে এ সিনেমায় আরও দেখা যাবে সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ফারজানা ছবি প্রমুখ।

‘টান’ নিয়ে বুবলী নিজেও বেশ উছ্বসিত। তিনি বলেন, ‘এই টিম আমার জন্য নতুন হলেও মানিয়ে নিতে কোনো সমস্যাই হয়নি। রাফি ভাই খুব সুন্দর করে সিনগুলো ব্রিফ করতেন। আর সিয়াম কো-আর্টিস্ট হিসেবে এত চমৎকার যে আমার মনেই হয়নি তাঁর সঙ্গে আমি প্রথম কাজ করছি।’

এ সিনেমায় সিয়ামকে নতুন করে আবিষ্কার করতে পারবেন দর্শক। সিয়াম বলেন, ‘এ বছরে আমার প্রথম সিনেমা টান। রাফির সঙ্গে আমার এর আগেও কাজ হয়েছে। কিন্তু বুবলীর সঙ্গে সেটে গিয়েই আমার পরিচয়। আমার বিশ্বাস, দর্শক একদম ভিন্ন ধরনের একটি কনটেন্ট দেখতে পাবেন।’

পরিচালক রায়হান রাফি বলেন, ‘চরকির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এই সিনেমার গল্প নিয়ে শুরু থেকেই এক্সসাইটেড ছিলাম। আর্টিস্টসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কারণে কাজটি অল্প সময়ে শেষ করা সম্ভব হয়েছে। আপনারা টান দেখুন, হতাশ হবেন না।’

দেখুন ‘টান’ সিনেমার ট্রেলার:

 

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

পর্দায় টমি মিয়া হবেন সাজ্জাদ হোসেন

শিল্পীদের বিদেশে স্থায়ী হওয়ার কারণ জানালেন মিশা সওদাগর

খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাচ্ছে সৌদি আরব

ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক আফসানা মিমি