ভারতের গোয়ায় ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এ উৎসবে জায়গা করে নিয়েছে মোশাররফ করিম অভিনীত ‘ডিকশনারি’সহ ৮টি বাংলা ছবি। এর মধ্যে আছে ৫টি ফিচার ফিল্ম ও ৩টি নন-ফিচার ফিল্ম।
বলে রাখা ভালো, এবারের উৎসবের ইন্ডিয়ান প্যানোরমায় মোট ২০টি ফিচার ফিল্ম স্থান পেয়েছে। তার মধ্যে ডিকশনারিসহ মোট পাঁচটি বাংলা ছবি থাকছে।
ব্রাত্য বসু পরিচালিত ডিকশনারি দিয়ে টালিউডে পা রাখেন মোশাররফ করিম। ছবিটি মুক্তি পায় এ বছরের ফেব্রুয়ারিতে। ডিকশনারি ছবিতে মকরকান্তি চট্টোপাধ্যায় চরিত্রে অভিনয় করে ভারতের পশ্চিমবঙ্গে প্রশংসা কুড়ান মোশাররফ। ছবিতে তাঁর সঙ্গে আরও দেখা গেছে আবির চট্টোপাধ্যায় ও নুসরাত জাহানকে।
নন-ফিচার ফিল্ম ক্যাটাগরিতে থাকছে অশোক বিশ্বনাথনের পরিচালনায় ‘বাদল সরকার অ্যান্ড দ্য অলটারনেটিভ থিয়েটার’, সঙ্ঘমিত্রা চৌধুরীর ‘সাঁইবাড়ি টু সন্দেশখালি’ এবং অভিজিৎ এ পালের ‘নাদ- দ্য সাউন্ড’।