‘ভৰ্গ’ শিরোনামের সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন টালিউড অভিনেতা সৌরভ দাস আর প্রান্তিকা দাস। সিনেমাটি পরিচালনা করছেন শুভম রায়। সিনেমাটির মাধ্যমে নেওয়া হয়েছে একটি মানবিক উদ্যোগ। নির্মাতারা জানিয়েছেন, এর লভ্যাংশের পুরোটাই ব্যবহৃত হবে পশ্চিমবঙ্গের নদিয়ার একটি হাসপাতাল তৈরির কাজে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খরাজ মুখার্জি। সিনেমাটিতে অভিনয় ও মানবিক উদ্যোগ নিয়ে তিনি বলেন, ‘পরিচালক শুভম রায়ের সঙ্গে এটা আমার প্রথম সিনেমা। খুব ভালো লেগেছে কাজটা করতে। শুভম খুব পরিশ্রমী। সবচেয়ে বড় বিষয় হলো, এই সিনেমার লভ্যাংশের পুরোটাই ব্যবহৃত হবে নদিয়ার একটি হাসপাতাল তৈরির কাজে। বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে।’
সৌরভ দাস বলেন, ‘পরিচালক শুভমের সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু এই প্রথম একসঙ্গে কাজ করলাম। গল্পটা যখন আমাকে বলেছিলেন, আমার চরিত্রটা খুব পছন্দ হয়েছিল। আরও একটা জিনিস ভালো লেগেছে, প্রযোজক লাভের পুরো টাকাটাই একটা হাসপাতাল তৈরির কাজে ব্যয় করবেন।’