হোম > বিনোদন > সিনেমা

সিনেমার লভ্যাংশ খরচ হবে হাসপাতাল তৈরিতে

‘ভৰ্গ’ শিরোনামের সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন টালিউড অভিনেতা সৌরভ দাস আর প্রান্তিকা দাস। সিনেমাটি পরিচালনা করছেন শুভম রায়। সিনেমাটির মাধ্যমে নেওয়া হয়েছে একটি মানবিক উদ্যোগ। নির্মাতারা জানিয়েছেন, এর লভ্যাংশের পুরোটাই ব্যবহৃত হবে পশ্চিমবঙ্গের নদিয়ার একটি হাসপাতাল তৈরির কাজে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খরাজ মুখার্জি। সিনেমাটিতে অভিনয় ও মানবিক উদ্যোগ নিয়ে তিনি বলেন, ‘পরিচালক শুভম রায়ের সঙ্গে এটা আমার প্রথম সিনেমা। খুব ভালো লেগেছে কাজটা করতে। শুভম খুব পরিশ্রমী। সবচেয়ে বড় বিষয় হলো, এই সিনেমার লভ্যাংশের পুরোটাই ব্যবহৃত হবে নদিয়ার একটি হাসপাতাল তৈরির কাজে। বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে।’

সিনেমার গল্প এগিয়েছে কৌস্তভ আর শর্মিলার সুখী পরিবারকে ঘিরে। শর্মিলার বাবা সৌমেন্দু সান্যাল সমাজসেবা করে। হঠাৎ তাদের জীবনে অন্ধকার ঘনিয়ে আসে। সেই পরিস্থিতি থেকে কীভাবে উদ্ধার পায় তারা, সেটাই দেখা যাবে সিনেমাটিতে। এতে কৌস্তভের ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ। আর শর্মিলার ভূমিকায় প্রান্তিকা। শর্মিলার বাবা সৌমেন্দুর চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়।

সৌরভ দাস বলেন, ‘পরিচালক শুভমের সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু এই প্রথম একসঙ্গে কাজ করলাম। গল্পটা যখন আমাকে বলেছিলেন, আমার চরিত্রটা খুব পছন্দ হয়েছিল। আরও একটা জিনিস ভালো লেগেছে, প্রযোজক লাভের পুরো টাকাটাই একটা হাসপাতাল তৈরির কাজে ব্যয় করবেন।’

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’