হোম > বিনোদন > সিনেমা

শপথ পড়ালেন মিশা, ছিলেন না জায়েদ প্যানেলের নির্বাচিতরা

জল কম ঘোলা হয়নি। অবশেষে শপথ নিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। শপথ অনুষ্ঠিত হয় আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় এফডিসিতে। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। উপস্থিত ছিলেন না মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত কোনো সদস্যও।

এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আপিল করার পর সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে।

অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ও সাংগঠনিক সম্পাদক পদে শাহানূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আজাদ খান।

এছাড়া কার্যকরী পরিষদের নতুন ১১ সদস্য হলেন— অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, নাদির খান, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা।

এক‌দিন আগেই জানা‌নো হ‌য়ে‌ছিল, ৬ ফেব্রুয়া‌রি বি‌কে‌লে শপথ নি‌তে এফ‌ডি‌সি‌তে উপ‌স্থিত হ‌বেন শিল্পীরা। সে অনুযায়ী, এ দিন বি‌কেল থে‌কে নব নির্বা‌চিত সদস‌্যরা এ‌ক এ‌ক আস‌তে থা‌কেন এফ‌ডি‌সি‌তে। বি‌কেল ৫টা ৩০ মি‌নি‌টে শুরু হয় শপথগ্রহণ পর্ব।

সভাপ‌তি প‌দে নির্বা‌চিত ইলিয়াস কাঞ্চন‌কে শপথবাক‌্য পাঠ করান মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক প‌দে বিজয়ী নিপুণসহ বা‌কি সদস‌্যদেরকে শপথবাক‌্য পাঠ করান সভাপ‌তি ইলিয়াস কাঞ্চন।

শপ‌থে নব নির্বা‌চিত ক‌মি‌টি আগামী দুই বছর চল‌চ্চিত্র ও শিল্পী‌দের উন্নয়‌নে কাজ করার অঙ্গীকার ক‌রেন।

এ সময় উপ‌‌স্থিত ছি‌লেন চিত্রনায়ক আলমগীর, প‌রিচালক সোহানুর রহমান সোহানসহ অনেকে।

শপথবাক‌্য পাঠ করা‌নো শে‌ষে মিশা সওদাগর ব‌লেন, ‘‌বিজয়ী‌দের‌কে অভিনন্দন জানাই। শিল্পী স‌মি‌তির যে কো‌নো প্রয়োজ‌নে আমি পা‌শে থাকব।’

এবার সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। ভোট পড়েছে ৩৬৫টি।

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব