হোম > বিনোদন > সিনেমা

শাকিবকে ছাড়াই শুরু হলো বরবাদ

শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে মেহেদী হাসান হৃদয় বানাচ্ছেন ‘বরবাদ’। গতকাল নায়ক শাকিব খানকে ছাড়াই মুম্বাইয়ে শুরু হয়েছে সিনেমার শুটিং। ফেসবুকে শুটিং সেটের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।

আরও একবার দেখা যাবে শাকিব-ইধিকার রোমান্স। শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে মেহেদী হাসান হৃদয় বানাচ্ছেন ‘বরবাদ’। গতকাল নায়ককে ছাড়াই মুম্বাইয়ে শুরু হয়েছে সিনেমার শুটিং। ফেসবুকে শুটিং সেটের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।

অ্যাকশন ঘরানার সিনেমাটি নির্মিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। দুই দেশের কলাকুশলীদের দেখা যাবে এতে। বেশিরভাগ শুটিং হবে ভারতে। গত মাসে শুটিংয়ের উদ্দেশে ভারতে উড়াল দিয়েছেন নির্মাতা। প্রি-প্রোডাকশনের সব কাজ মিটিয়ে অবশেষে গতকাল থেকে মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে ক্যামেরা ওপেন হলো।

মুম্বাইয়ে শুটিং শুরু হলেও এখনো বাংলাদেশে অবস্থান করছেন শাকিব। ব্যস্ত সময় পার করছেন ব্যবসা প্রতিষ্ঠানের কাজে। জানা গেছে, সবকাজ গুছিয়ে আগামী সপ্তাহ থেকে শুটিংয়ে যোগ দেওয়ার কথা শাকিব খানের।

বরবাদ দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে হৃদয়ের। সিনেমাটি নিয়ে আশাবাদী নির্মাতা। হৃদয় বলেন, ‘বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তাঁরা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক আছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবে না।’

আগামী বছরের রোজার ঈদে বরবাদ মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’