হোম > বিনোদন > সিনেমা

এবার ভারতজুড়ে বইবে বাংলাদেশের ‘হাওয়া’

এবার ভারতে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এ বছরের সবচেয়ে ব্যবসা সফল বাংলা চলচ্চিত্র ‘হাওয়া’। বাংলাদেশের বিজয় দিন ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে এবং ভারতজুড়ে ৩০ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।

সংবাদটি গতকাল রাতে সামাজিক মাধ্যমে জানিয়েছেন ছবিটির নির্মাতা মেজবাউর রহমান সুমন। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের অফিশিয়াল টুইটারে শেয়ার করা ছবিটির মুক্তির ঘোষণার স্ক্রিনশট শেয়ার করে নির্মাতা লিখেন, ‘হাওয়া বইবে কলকাতা ও পশ্চিম বাংলায় ১৬ তারিখ থেকে আর ভারতব্যাপী ৩০ তারিখ থেকে।’

আজকের পত্রিকাকে মেজবাউর রহমান সুমন জানান, বাংলা চলচ্চিত্রের জন্য এটি একটি বড় সু–সংবাদ। কয়েক দিন আগেই কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ‘হাওয়া’। দর্শকদের উপচে পড়া ভিড় আমাদের উদ্বেলিত করেছে। সেখানে ছবিটি দেখতে না পেয়ে অনেক দর্শক হতাশ হয়ে ফিরে গিয়েছিলেন। এবার আশা করি সবাই কলকাতা সহ পুরো ভারতে ছবিটি দেখতে পারবেন।

কয়েক দিন আগেই কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ‘হাওয়া’। কয়েক কিলোমিটার লাইন পড়েছিল নন্দনের সামনে। দর্শকের এই উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

‘হাওয়া’ সিনেমাটি এবারের ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) ‘বেষ্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে।

এ সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’