হোম > বিনোদন > সিনেমা

শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ

গতকাল শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক। চোখে কালো সানগ্লাস, কাপড়ে মুখ ঢাকা, বাতাসে উড়ছে লম্বা চুল, পরনে জিন্স জ্যাকেট, শেষে চাকু ছুড়ে মারলেন! এমন অ্যাকশন লুকে দেখা দিলেন শাকিব।

 ৩০ সেকেন্ডের ফার্স্ট লুক ভিডিওটি গতকাল সন্ধ্যা ৭টায় শাকিব খানের ফ্যান পেজ ও এসকে ফিল্মসের ইউটিউবে আসার সঙ্গে সঙ্গে অনলাইনে রীতিমতো ঝড় তুলেছে।

ইতিমধ্যে ‘প্রিয়তমা’র শুটিং শেষ হয়েছে। বর্তমানে সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হলের মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এই চলচ্চিত্রের ‘চড়া মূল্যে’ হল বুকিং চলছে।

পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, ‘শাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হলের মালিকেরা ‘প্রিয়তমা’য় আগ্রহ দেখাচ্ছে। চলতি সপ্তাহে ‘প্রিয়তমা’র সেনসর হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশি সিনেমা হলে “প্রিয়তমা” চলবে। হলের মালিক থেকে দর্শকেরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাঁদের প্রত্যাশা পূরণ করবে “প্রিয়তমা”।’

প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’। রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের চলচ্চিত্রটির কাহিনিকার প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়া আরও অভিনয় করছেন–পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’