দেব, জিৎ, অঙ্কুশ, বনি সেনগুপ্তদের নায়িকা হয়েছেন ভিন্ন ভিন্ন চার ছবিতে। সিনেমা জগতে এক দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন ঋত্বিকা সেন। তবে চলতি বছর ‘মিস কল’ ছবির পর আর বিশেষ দেখা মেলেনি তাঁর। এখন দিন গুনছেন ছবি মুক্তির। ছবিগুলোর সাফল্যই বলে দেবে কোন দিকে এগোবেন তিনি। এই অবসরে তিনি মন দিয়েছেন দক্ষিণী ছবিতে। ওয়েব সিরিজে বেশ কিছু অফার পেলেও আপাতত ওসব নিয়ে মোটেও ভাবছেন না। বরং খানিকটা ধীর পায়েই এগোতে চান তিনি। তাঁর কথায়, ‘ছবি চারটি নিয়ে ভীষণ আশাবাদী আমি। ছবি মুক্তির পরেই সিদ্ধান্ত নেব কীভাবে ক্যারিয়ার সাজাব। এই সময়ের বেশির ভাগ সিরিজেই সাহসী, খোলামেলা দৃশ্য থাকে। অমন দৃশ্যে অভিনয় করতে ভয় লাগে আমার। তাই আপাতত ওয়েব সিরিজ নিয়ে ভাবছি না।’