হোম > বিনোদন > সিনেমা

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করছেন। গতকাল সোমবার সেখান থেকেই এক ভিডিও বার্তায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে কথপোকথনের ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খোলেন তিনি। জানান, ওই সময় পরিস্থিতির শিকার হয়েছিলেন। সেটি ছিল দুই বছর আগের একটি ঘটনা।

আজ মঙ্গলবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন মাহি।

তিনি লিখেছেন, ‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া— আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা)-র সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করব। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।’

ওমরাহ শেষ করে চলতি সপ্তাহেই দেশে ফেরার কথা মাহির।

গতকাল ভিডিও বার্তায় মাহি নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘সেদিন সেই ভাষার কোনো প্রতিউত্তর দেওয়ার ভাষা আমার ছিল না। আমি সে জন্য প্রতিবাদ করিনি। আমি চুপ করে পাশ কাটিয়ে গেছি। এটা দুই বছর আগের একটা ঘটনা ছিল।’

বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর মেয়েকে নিয়ে আপত্তিকর তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তাঁর একটি কথপোকথনের অডিও ফাঁস। সেই অডিওতে একতরফা ভাবে ওই নায়িকাকে অশালীন ভাষায় বকাঝকা করতে শোনা যায়। নায়িকাকে ধর্ষণেরও হুমকি দেন মুরাদ।

এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে আজ মন্ত্রিসভা থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুরাদ হাসান।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা