আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যানের পক্ষ থেকে আজ সিনেমাটির নতুন মুক্তির তারিখ জানানো হয়েছে। এ বছরের ৭ জানুয়ারি ‘শান’ মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়।
সিনেমাটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হবেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।
‘শান’ বানিয়েছেন, তরুণ নির্মাতা এম রাহিম। এটি তাঁর প্রথম সিনেমা। এর আগে ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রাহিম। টালিউড নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গেও কাজের অভিজ্ঞতা আছে তাঁর।
নির্মাতা এম রাহিম বলেন, “বিগ বাজেটের ছবি ‘শান’। এটি আসলে উৎসবে মুক্তি দেওয়ার মতোই সিনেমা। আগে কয়েকবার উদ্যোগ নিয়েও আমরা সিনেমাটি মুক্তি দিতে পারিনি। এবার সব ঠিক থাকলে ঈদে ‘শান’ দেখতে পাবেন দর্শক।”
‘শান’-এর নতুন মুক্তির তারিখ ঘোষণার খবরে খুশি সিয়াম। তিনি বলেন, “অনেক এফোর্ট দিয়ে পুরো টিম কাজ করেছি এই সিনেমায়। দর্শকদেরও সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ দেখেছি। জানুয়ারিতে মুক্তি স্থগিত হওয়ায় বারবার প্রশ্নের মুখে পড়ছিলাম, কবে ‘শান’ মুক্তি পাবে। আশা করি ঈদে সিনেমাটির মুক্তি দর্শকদের উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেবে।”
‘শান’ সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। যিনি কলকাতার ‘হেইট স্টোরি’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘এম এস ধোনি’, ‘হামারি আধুরি কাহানি’, ‘আশিকি ২’, ‘অগ্নিপথ’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’সহ অসংখ্য সিনেমায় স্টান্ট ও অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন।
দেখুন ‘শান’ সিনেমার ট্রেলার: