হোম > বিনোদন > সিনেমা

জাতীয় শোক দিবসে ফিল্ম আর্কাইভে আলোচনা, চিত্রাঙ্কন ও চলচ্চিত্র প্রদর্শনী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। কর্মসূচির মধ্যে ছিল, স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, দোয়া ও মিলাদ মাহফিল। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল ও পরিচালক ফারহানা রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় তথ্যসচিব বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের আদর্শ। তাঁর জীবন ও কর্ম জানার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে এবং নিজেদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। জাতির পিতার আদর্শকে আমাদের ধারণ করতে হবে।’

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪১টি স্কুল ও আর্ট একাডেমির প্রায় তিন শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের চেয়ারপারসন রোকেয়া সুলতানা। এ সময় পক্ষকালব্যাপী বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর স্থিরচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন তথ্যসচিব।

এ ছাড়া ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘স্টপ জেনোসাইড’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধুর জাপান সফর’ ও ‘স্বাধীন দেশে ফিরে এলেন বঙ্গবন্ধু’।

নেপালে সেরা সিনেমার পুরস্কার পেল ‘সাঁতাও’

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

নেপালের জমসম শহরে মিউজিক্যাল ফিল্মের শুটিং করলেন সুনেরাহ-রেহান

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন