হোম > বিনোদন > সিনেমা

রোহিঙ্গা সংকট নিয়ে সোহেল রহমানের নতুন সিনেমা ‘অটোপসি অব অ্যা জেনোসাইড’

রোহিঙ্গা গণহত্যার পাঁচ বছর পর, বাংলাদেশি-পর্তুগিজ নির্মাতা সোহেল রহমান নির্মাণ করছেন তাঁর নতুন সিনেমা ‘অটোপসি অব অ্যা জেনোসাইড’। পর্তুগাল থেকে ফিরে ইতিমধ্যেই উখিয়ার শরণার্থীশিবিরে সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। সিনেমাটি তৈরি হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীর নির্মম গণহত্যার একটি গভীর বিশ্লেষণ, তাদের ট্র্যাজেডি, আশা এবং বেদনার গল্প নিয়ে। রোহিঙ্গা সম্প্রদায়ের ভবিষ্যৎ এবং মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা ও রক্তপাতের ওপর আলোকপাত করবে এ সিনেমা।

অনেক চেষ্টার পর রোহিঙ্গা ক্যাম্পে সোহেল খুঁজে পেয়েছিলেন ছোট রোহিঙ্গা ভাইবোন আয়াস ও আসিয়াকে। সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন এসেছে, আয়াস ও আসিয়ার বয়স বেড়েছে। কিন্তু রোহিঙ্গাদের সংগ্রাম ও দেশে ফেরার প্রত্যাশা অব্যাহত আছে। ‘অটোপসি অব অ্যা জেনোসাইড’ নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর গণহত্যার ঘটনা তুলে ধরার পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবে। রোহিঙ্গারা কি শরণার্থীশিবিরে আজীবন বসবাস করবে? নাকি তারা ফিরবে কোন দিন তাদের আপন জন্মভূমিতে?

এর আগে ২০১৭ সালে রোহিঙ্গা গণহত্যা নিয়ে সোহেল নির্মাণ করেন ‘দ্য আইসক্রিম সেলারস’। গণহত্যা থেকে পালিয়ে আসা ছোট দুই রোহিঙ্গা ভাইবোনের জীবনসংগ্রামের গল্প তুলে ধরেছিলেন সেই সিনেমায়। বিশ্বের বহু চলচ্চিত্র উৎসবের পাশাপাশি নামকরা বিশ্ববিদ্যালয়ে সফল প্রদর্শনী হয় সিনেমাটির। কানাডার মন্ট্রিলে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং যুক্তরাষ্ট্রের সিয়াটলে তাসভীর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডকুমেন্টারি ফিল্ম অ্যাওয়ার্ড পায় ‘দ্য আইসক্রিম সেলারস’।

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

পর্দায় টমি মিয়া হবেন সাজ্জাদ হোসেন

শিল্পীদের বিদেশে স্থায়ী হওয়ার কারণ জানালেন মিশা সওদাগর

খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাচ্ছে সৌদি আরব

ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক আফসানা মিমি