হোম > বিনোদন > সিনেমা

ফারিয়ার নতুন গান

উপস্থাপনা, মডেলিং আর অভিনয় ছাড়াও নুসরাত ফারিয়ার আরেকটি গুণের কথা সবাই জানেন। ভালো গানও করেন তিনি। ফারিয়ার কণ্ঠে প্রথম গান শোনা যায় ২০১৮ সালে। ওই বছরের এপ্রিলে নুসরাত ফারিয়া প্রকাশ করেন নিজের গাওয়া প্রথম গান ‘পটাকা’। অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল গানটি নিয়ে।

গত বছর ‘আমি চাই থাকতে’ শিরোনামে আরও একটি গান আসে ফারিয়ার। এ গান দিয়েও তিনি বেশ  প্রশংসা পেয়েছিলেন। এরপর শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’তে গান গেয়েছেন। ফারিয়ার কণ্ঠে এবার শোনা যাবে আরেকটি নতুন গান। এরই মধ্যে গানটির ট্রায়াল ভার্সনে কণ্ঠ দিয়েছেন তিনি।

গানটি নিয়ে বিস্তারিত এখনই জানাতে চান না ফারিয়া। তিনি বলেন, ‘আমরা প্রায় ছয় মাস ধরে গানটি নিয়ে কাজ করছি।’ ফারিয়ার আগের দুটি গানের সংগীতায়োজক ছিলেন প্রীতম হাসান ও মাস্টার ডি। অভিনেত্রী ইঙ্গিত দিলেন, নতুন এ গানে পাওয়া যাবে নতুন কোনো কম্পোজারকে।

ফারিয়া বলেন, ‘আমরা এখন গানের কথার ওপর কাজ করছি। আমার তো গানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমাকে একটু শিখিয়ে দিতে হয়। আমি চেষ্টা করি, কী করে যেন মাইক্রোফোনে শুনতে সেটা বেশ ভালো লাগে। সম্ভবত এটা আমার ভালো একটা গুণ।’

গতকাল শাকিব খানের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করলেন। বার্জার পেইন্টসের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন সামিউর রহমান।

নুসরাত ফারিয়ার জন্মদিন আজ। এ দিনটি তিনি বাড়িতেই কাটাবেন। সময় দেবেন পরিবারকে। লকডাউনের মধ্যে ফারিয়া নতুনভাবে উপলব্ধি করেছেন, সারাক্ষণ কাজের গভীরে ডুবে থাকতে থাকতে এত দিন পরিবারকে সময় দেওয়া হয়নি একেবারেই। ফারিয়া তাই এখন কাজ আর ব্যক্তিজীবন–দুটোর মধ্যে সমন্বয় করা শিখে গেছেন।

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ